HomeBharatবড় জয় মমতা সরকারের, সুপ্রিম কোর্টের নোটিশ গেল রাজ্যপাল বোসের কাছে

বড় জয় মমতা সরকারের, সুপ্রিম কোর্টের নোটিশ গেল রাজ্যপাল বোসের কাছে

- Advertisement -

ফের একবার বাংলার রাজ্যপালকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতে এক কথায় বড় জয় হল বাংলার সরকারের। আসলে বকেয়া বিলের সম্মতি আটকে রাখায় রাজ্যপালের বিরুদ্ধে রাজ্য সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট।

আর এই ঘটনা বাংলার শাসক দল তৃণমূলের কাছে জয়ের সমান তা বলা বাহুল্য। এমনিতে যত সময় এগোচ্ছে ততই রাজ্য ও রাজ্যপালের সংঘাতের মাত্রা বেড়েই চলেছে। নানা ইস্যুকে ঘিরে দুই পক্ষেরই সম্পর্ক একপ্রকার তলানিতে গিয়ে ঠেকেছে।

   

শুধু বাংলাই নয়, কেরলের রাজ্যপালকেও একই ইস্যুতে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। উভয় রাজ্যই দাবি করেছে যে সংশ্লিষ্ট রাজ্যপালরা কোনও কারণ না জানিয়ে এক বছরেরও বেশি সময় ধরে আটটি বিল নিয়ে বসে ছিলেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারিদওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং দুই রাজ্যপালের সচিবদের নোটিশ জারি করেছে।

কেরলের তরফে সিনিয়র অ্যাডভোকেট কে কে বেণুগোপাল বলেন, রাজ্যপালের বিলগুলি রাষ্ট্রপতির বিবেচনার জন্য পাঠানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাচ্ছেন তাঁরা। এদিকে পশ্চিমবঙ্গের তরফে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি ও জয়দীপ গুপ্তা বলেন, যখনই বিষয়টি সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত হয়েছে, রাজ্যপালের দফতর থেকে রাষ্ট্রপতির কাছে বিল পাঠানো হয়েছে। 

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular