Kolkata Metro: ১৫ মিনিট নয় এবার ১২ মিনিট অন্তর মিলবে মেট্রো

Kolkata: Learning from the Christmas crowd, more tight security in the metro before the New Year
Kolkata: Learning from the Christmas crowd, more tight security in the metro before the New Year

ডিসেম্বরই সুখবর। মেট্রোযাত্রীদের জন্য যাতায়াত আরো কম সময় করার জন্য বড় সিদ্ধান্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবার। কলকাতা মেট্রো তরফ থেকে বিজ্ঞপ্তি জার করে বলা হয়েছে, এবার ১৫ মিনিট নয়, ১৫ মিনিটের জায়গায় ১২ মিনিট অন্তর মিলবে মেট্রো পরিষেবা। এমনকি ডিসেম্বর থেকে এই লাইনে ৫৩ জোড়া মেট্রো চালানো হবে বলেও জানিয়েছে কলকাতা মেট্রোরেল(Kolkata Metro) কর্তৃপক্ষ।

বর্তমানে সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত ৫০ জোড়া অর্থাৎ ১০০ টি মেট্রো চলে। তবে সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয় যাত্রীর সংখ্যা ব্যাপক হারে বেড়ে গিয়েছে যার ফলে যথেষ্ট চাপ বেরিয়ে গিয়েছে, মেট্রো কর্তৃপক্ষের। এই চাপ কমাতেই মেট্রো সংখ্যাই বাড়ানো হচ্ছে। এবার ৫৩ জোড়া অর্থাৎ ১০৬ টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা মেট্রোর তরফ থেকে।

   

মেট্রো সংখ্যা বাড়ানো হলেও দিনের প্রথম মেট্রো ও লাস্ট মেট্রোর সময়ের কোন বদল আপাতত নেই। ডিসেম্বরে গোটা কলকাতা জুড়ে পালিত হয় ক্রিসমাস ইভ। উৎসবের মরশুমে মেট্রো সংখ্যা বারানো সিদ্ধান্ত নিয়ে যাত্রীদের মুখে হাসি ফুটিয়েছে কলকাতা মেট্রো।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন