HomeWest BengalKolkata Cityনিম্নচাপের জেরে নন স্টপ বৃষ্টি শুরু বাংলায়, রবিতে ৬ জেলায় হাই অ্যালার্ট...

নিম্নচাপের জেরে নন স্টপ বৃষ্টি শুরু বাংলায়, রবিতে ৬ জেলায় হাই অ্যালার্ট জারি

- Advertisement -

অপেক্ষার অবসান ঘটিয়ে স্বস্তির বৃষ্টি (Heavy Rainfall) নামল শহরজুড়ে। আজ রবিবার ছুটির দিনের সকাল থেকেই বদলে গিয়েছে সমগ্র বাংলার আবহাওয়া। দফায় দফায় বৃষ্টি হচ্ছে, সেইসঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। তাপমাত্রাতেও বেশ খানিকটা হেরফের লক্ষ্য করা গিয়েছে। অনেকেই ইতিমধ্যে বলতে শুরু করে দিয়েছেন যে রবিবার ছুটির দিনটা এই বৃষ্টির জন্য একদম সোনায় সোহাগা হয়ে গিয়েছে। তবে চিন্তা নেই, আজ সারাদিনই এরকম বৃষ্টি চলবে বলে জানাচ্ছে বিভিন্ন আবহাওয়া অফিস।

রবিবার সকাল থেকেই কালো মেঘে ঢাকা ছিল আকাশ। এরপর ১০টা বাজতে না বাজতেই ঝেঁপে বৃষ্টি নামে সর্বত্র। কখনও বৃষ্টির বেগ বাড়ছে তো আবার কমছে। রাস্তাঘাটে ইতিমধ্যে জলও জমতে শুরু করে দিয়েছে বৈকি। যাইহোক, আজ রবিবার সারাদিন ধরে বিভিন্ন জেলাতেই বৃষ্টি হবে। বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া জেলায়।

   

এদিন বিভিন্ন জেলায় কখনও হালকা থেকে মাঝারি বৃষ্টি তো আবার কখনও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সেইসঙ্গে দোসর হবে দমকা হাওয়া। ফলে আজ কিন্তু ভুলেও ছাতা ছাড়া বাড়ি থেকে বেরনোর কথা ভাববেন না। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় ও নিম্নচাপের জোড়া চাপের জেরে আগামী কয়েকদিন বাংলায় প্রবল দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করে বুলেটিনে জানিয়েছে, নিম্নচাপের জেরে সাগর উত্তাল হতে পারে। এ কারণে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রের ওপর দিয়ে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই উত্তর বঙ্গোপসাগর এবং ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত দু-তিন দিন বিক্ষিপ্ত বৃষ্টি হবে। মালদহ ও দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular