Primary: প্রাথমিকে শূন্যপদের তথ্য নিয়ে গরমিল, সরব হাইকোর্ট

ssc high

এসএসসি নিয়োগ দুর্নীতির জেরে জেরবার শাসক দল তৃণমূল কংগ্রেস। বেআইনি লেনদেন ও বিপুল কালো টাকা উদ্ধারের পর ইডি হেফাজতে জেলে রয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। টেট থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশন, উঠেছে দুর্নীতির অভিযোগ। এসবের মাঝে ফের প্রাথমিকে (Primary) শূন্যপদ নিয়ে কলকাতা হাই কোর্টে নতুন করে জটিলতা শুরু।

প্রাথমিকে কত শূন্যপদ রয়েছে তা আরটিআই হয়েছিল। যে তথ্য পাওয়া গিয়েছে, তার সঙ্গে প্রাথমিক বোর্ডের দেওয়া তথ্যের মিল নেই বলে অভিযোগ। সেই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, বোর্ডের প্রেসিডেন্টকে মামলাকারীর সঙ্গে বসতে হবে। এক সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করেছেন তিনি।

   

উল্লেখ্য, ২০২০ সালে প্রাথমিক শিক্ষক পদে ১৬ হাজার পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু নিয়োগ পদ নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠেছিল। কত পদ খালি রয়েছে? তা জানতে আরটিআই করেন এক মামলাকারী।তিনি জানান, চাকরী পেয়েছেন ৯ হাজার ২৬০ জন। এখনও ৬ হাজার ২৪ টি পদ খালি রয়েছে।
আবার আদালতের কাছে প্রাথমিক শিক্ষক পর্ষদের তরফে জানানো হয়েছে মাত্র ১ হাজার ১১৪ টি পদ খালি রয়েছে। সেটাই সঠিক তথ্য বলে দাবি করেন তিনি। এরপরেই বিচারপতির প্রশ্ন, বোর্ডের তথ্য আলাদা কেন? ঠিক কত পদ শূন্যপদ রয়েছে, সেই তথ্য পেশ করার জন্য বোর্ডের প্রেসিডেন্টকে মামলাকারীর সঙ্গে বসার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

টেট (TET) নিয়োগ-দুর্নীতি মামলায় শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অপরসারিত করা হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন