সন্ধ্যায় তোলপাড় করতে পারে কালবৈশাখী

আজ রাজ্যজুড়ে তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া সূত্রে। সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টি হতে পারে বলছে খবর। সঙ্গে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুত্‍-সহ ঝড়বৃষ্টি হতে পারে রাজ্যজুড়ে।

Advertisements

উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ও শিলা বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। তাই সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহবিদরা।

   

মঙ্গল ও বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে। শুক্র, শনিবার ফের বজ্রবিদ্যুত্‍সহ বৃষ্টির সম্ভাবনা আছে বঙ্গে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে।

Advertisements

উল্লেখ্য, উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলার সঙ্গে নিচের তিন জেলা মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ারে। কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই তিন জেলায় বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

বজ্রবিদ্যুত্‍-সহ হালকা ঝড় বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত।বুধবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। একইসঙ্গে বর্ষাও কিছুটা এগিয়ে আসবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়বে। দুটি ঘূর্ণাবর্তও রয়েছে। একটি ঝাড়খন্ডে, অন্যটি রয়েছে তামিলনাড়ুতে।