এবার ২১ জুলাইয়ে বৃষ্টি না হাওয়ার ব্যাখ্যা নিজেই দিলেন মুখ্যমন্ত্রী

mamata banerjee speaks on nrc

২১ জুলাইয়ের (21st July) দিন মানেই কলকাতার আকাশে মেঘ, বৃষ্টি আর ছাতা মাথায় তৃণমূল কর্মীদের ঢল। প্রতি বছর শহিদ দিবসে এই চেনা দৃশ্যেই ভরে ওঠে ধর্মতলা। কিন্তু ২০২৫-এর ২১ জুলাই ছবিটা একেবারে ভিন্ন। নেই বৃষ্টি, বরং রোদ ঝলমলে তীব্র গরমে পুড়ল কলকাতা। এই আবহাওয়ার অদল-বদল নিয়েই এবার ব্যাখ্যা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisements

তাঁর কথায়, “এবার কেন বৃষ্টি হয়নি বলুন তো? এবার নতুন খেলা শুরু হয়েছে। চোখ দিয়ে জল নয়, এবার আগুন বেরবে।” এই মন্তব্যে স্পষ্ট, তৃণমূল নেত্রী এবার আর আবেগের বৃষ্টিতে ভিজতে চান না, চাইছেন লড়াইয়ের আঁচে দগ্ধ করতে বিরোধীদের।

   

গত বছরের একুশে জুলাইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় তুমুল বৃষ্টির মধ্যে বক্তৃতা দেন। মমতা নিজেও সেই দিনে ভিজে গিয়েছিলেন। তিনি তখন বলেছিলেন, “এই বৃষ্টি ঈশ্বরের আশীর্বাদ। শ্রাবণ মাসে বৃষ্টি আসেই। যদি এটাকে শহিদদের চোখের জল ভাবেন, তাও ঠিক। কিন্তু জল ছাড়া জীবন চলে না।” সেই সময় বৃষ্টিকে তিনি ‘আশীর্বাদ’ বলেছিলেন।

এবার সেই আশীর্বাদের জায়গায় এসেছে তীব্র রাজনৈতিক বার্তা। তিনি বলেন, “এই বৃষ্টি বলে দিচ্ছে, ২০২৪-এ নতুন সৃষ্টি হবে। ইন্ডিয়া নতুন করে গঠিত হবে।” প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল সন্তোষজনক ফল করেছিল। এবার তাঁদের নজর ২০২৬ সালের বিধানসভা নির্বাচন।

২১ জুলাইয়ের সভামঞ্চ থেকেই দলের কর্মীদের ভোটযুদ্ধে প্রস্তুতির বার্তা দেন তৃণমূল নেত্রী। বলেন, “এবার খেলায় বোল্ড আউট করতে হবে। একেবারে ছক্কা মারতে হবে।” স্পষ্ট ইঙ্গিত—বিজেপিকে মাঠের বাইরে পাঠানোর লক্ষ্যেই এবার তৃণমূলের ‘নতুন খেলা’।

তাঁর এই বক্তব্যে উঠে এল এক রাজনৈতিক বার্তাও—শুধু আবেগ নয়, এবার রণকৌশল, সংগঠন, এবং ময়দানে কার্যকর লড়াইয়ের বার্তা। সভা মঞ্চে তাঁর কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, যা দলের কর্মী ও সমর্থকদের আরও উদ্দীপ্ত করে তুলেছে।

এবারের শহিদ দিবস ছিল তাই শুধুই অতীত স্মরণ নয়, বরং ভবিষ্যতের প্রস্তুতির মঞ্চ। বৃষ্টির অভাব যদিও অনেকের মনে এক নতুন চিন্তার উদ্রেক করেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ছিল পরবর্তী যুদ্ধের প্রস্তুতির ছাপ।

তাঁর কথায়, “শ্রাবণে জল না পড়লেও আমরা দমে যাওয়ার লোক নই। এবার আগুনের মতো লড়তে হবে। আগুন দিয়েই শত্রুকে সরাতে হবে।” তৃণমূল সুপ্রিমোর এই বার্তা যে শুধু কর্মীদের উদ্দেশে নয়, তা স্পষ্ট—এই বার্তা ভোটারদেরও উদ্দেশ্যে ছুঁড়ে দেওয়া এক ‘গেম প্ল্যান’। ফলে, ২১ জুলাইয়ের মঞ্চ এবার বৃষ্টিহীন হলেও ছিল রাজনীতিতে ঝড় তুলতে প্রস্তুত।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements