Loksabha election 2024: আগামী সপ্তাহে বঙ্গে ফের মোদী-শাহ, ভোটের আগে খামতি নেই প্রচারে

narendra modi-amit saha

চলতি সপ্তাহে ফের বঙ্গে আসতে চলেছেন প্রধানমন্ত্রী। ১৬ এপ্রিল তিনি সভা করবেন রায়গঞ্জ এবং বালুরঘাটে। এছাড়াও তাঁর মালদা আসার পরিকল্পনা আছে বলে জানা গিয়েছে। ১০ এপ্রিল বঙ্গে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দক্ষিণ দিনাজপুরে জনসভা করবেন বলে জানা গিয়েছে।

Advertisements

রবিবার সকালে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা জানিয়েছেন। ভোটের মুখে বিজেপির অধিনায়ক এবং সহঅধিনায়কের বারবার জনসভা কিন্তু এইটুকু বুঝিয়ে দিচ্ছে যে বিপক্ষকে মোটেও তাঁরা কম গুরুত্ব দিচ্ছে না। প্রসঙ্গত রবিবার জলপাইগুড়ির ধুপগুড়িতে জনসভা করবেন প্রধানমন্ত্রী। এইদিন তিনি সমাজমাধ্যমে জানিয়েছেন ”আজ বিকেলে, আমি জলপাইগুড়ির মানুষদের মধ্যে থাকব একটি সমাবেশে ভাষণ দিতে। ওখানে
@BJP4Bengalএর প্রতি অসাধারণ জনসমর্থন রয়েছে।পশ্চিমবঙ্গের মানুষ টিএমসির দুর্নীতি আর কুশাসনে ক্লান্ত। একমাত্র বিজেপি ওঁদের স্বপ্ন পূরণ করতে পারে।”

   
Advertisements

যদিও এই বিষয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তবে বিজেপির প্রথম সারির নেতারা যেভাবে বাংলার মাটি কামড়ে পড়ে আছেন, সেই থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে বাংলাতে তাঁরা পদ্মফুল ফোটাতে একচুলও জায়গা ছাড়বে না।