কলকাতা: পশ্চিমবঙ্গ প্রশাসনে নতুন বছরের শুরুতেই বড় রদবদল (Nandini Chakraborty)। রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে নিযুক্ত হলেন নন্দিনী চক্রবর্তী। তিনি রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব। এতদিন স্বরাষ্ট্র দফতরের সচিব ছিলেন নন্দিনী। তাঁর জায়গায় নতুন স্বরাষ্ট্রসচিব হলেন রাজস্থান ক্যাডারের আইএএস অফিসার জগদীশপ্রসাদ মিনা।
আর বিদায়ী মুখ্যসচিব মনোজ পন্থকে সরিয়ে মুখ্যমন্ত্রীর প্রধান সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এই রদবদলের ফলে রাজ্য প্রশাসনের শীর্ষস্থানীয় পদগুলিতে নতুন মুখ এল, যা রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে।
ইজরায়েল থেকে ১,০০০ ‘স্পাইস’ ক্ষেপণাস্ত্র কিনবে ভারত
নন্দিনী চক্রবর্তী ১৯৯৪ ব্যাচের আইএএস অফিসার। দীর্ঘ প্রশাসনিক কেরিয়ারে তিনি একাধিক গুরুত্বপূর্ণ দফতর সামলেছেন। স্বরাষ্ট্রসচিব থাকাকালীন রাজ্যের আইনশৃঙ্খলা, নিরাপত্তা এবং গোয়েন্দা বিভাগের দায়িত্ব সুচারুভাবে পালন করেছেন বলে প্রশংসা কুড়িয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা প্রশাসনিক মহলে প্রায়ই শোনা যায়। নন্দিনীকে মুখ্যসচিব করার সিদ্ধান্তকে অনেকে দেখছেন মুখ্যমন্ত্রীর বিশ্বাসের প্রতিফলন হিসেবে।
রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব হিসেবে তাঁর নিয়োগ নারী ক্ষমতায়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।বিদায়ী মুখ্যসচিব মনোজ পন্থ ১৯৯১ ব্যাচের অফিসার। তিনি মুখ্যমন্ত্রীর অত্যন্ত কাছের বলে পরিচিত ছিলেন। মুখ্যসচিবের দায়িত্ব ছাড়লেও তাঁকে মুখ্যমন্ত্রীর প্রধান সচিব করা হয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ পদ।
এর ফলে মুখ্যমন্ত্রীর দফতরে তাঁর প্রভাব অক্ষুণ্ণ থাকছে। মনোজ পন্থের আমলে রাজ্য প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিশেষ করে দুর্গাপুজো কার্নিভাল, দুয়ারে সরকারের মতো প্রকল্পগুলিতে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। তাঁর সরে যাওয়াকে অনেকে দেখছেন প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে। নতুন স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মিনা রাজস্থান ক্যাডারের অফিসার।
তিনি কেন্দ্রীয় প্রতিনিধিত্বে রাজ্যে এসেছেন। স্বরাষ্ট্র দফতর অত্যন্ত স্পর্শকাতর। আইনশৃঙ্খলা, পুলিশ প্রশাসন, গোয়েন্দা বিভাগ সবই এই দপ্তরের অধীনে। নন্দিনী চক্রবর্তীর মতো দক্ষ অফিসারের পর এই দায়িত্ব পাওয়া জগদীশপ্রসাদের জন্য বড় চ্যালেঞ্জ। রাজ্যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনা, বিশেষ করে সন্দেশখালি কাণ্ডের পর স্বরাষ্ট্র দফতরের উপর নজর বেড়েছে। নতুন সচিবের কাঁধে সেই দায়িত্ব পড়ল।
