Home West Bengal Kolkata City কমিশনের সুপারিশে ঘরোয়া পোস্টিংয়ে থাকা পুলিশদের বদলির সিদ্ধান্ত নবান্নের

কমিশনের সুপারিশে ঘরোয়া পোস্টিংয়ে থাকা পুলিশদের বদলির সিদ্ধান্ত নবান্নের

Nabanna Orders Transfer of Police Officers Posted in Home Districts for Long Periods
Nabanna Orders Transfer of Police Officers Posted in Home Districts for Long Periods

নির্বাচনের আগে প্রশাসনিক নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখতে কড়া পদক্ষেপ নিল নবান্ন (Nabanna) । জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রাজ্যের বিভিন্ন জেলায় দীর্ঘদিন ধরে একই পদে বা হোম ডিস্ট্রিক্টে কর্মরত পুলিশ আধিকারিকদের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে (Nabanna) ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে একটি বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই নির্দেশিকা সমস্ত উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।

Advertisements

নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, যেসব পুলিশ আধিকারিক তিন বছর বা তার বেশি সময় ধরে একই পদে রয়েছেন, অথবা নিজেদের হোম ডিস্ট্রিক্টে দীর্ঘদিন কর্মরত, তাঁদের এই বদলির আওতায় আনা হবে। আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক মহলের ধারণা। নির্বাচন প্রক্রিয়ায় যাতে কোনওরকম পক্ষপাতিত্ব বা প্রভাব বিস্তারের অভিযোগ না ওঠে, সেই লক্ষ্যেই নির্বাচন কমিশন আগেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছিল।

   

প্রসঙ্গত, জাতীয় নির্বাচন কমিশন ২০২৩ সালের ২১ ডিসেম্বর এবং তারও আগে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর এই ধরনের বদলি সংক্রান্ত নির্দেশিকা(Nabanna) জারি করেছিল। সেই নির্দেশিকায় বলা হয়, নির্দিষ্ট মানদণ্ডে পড়া পুলিশ আধিকারিকদের নির্বাচনকালীন সময়ে সংশ্লিষ্ট পদ বা এলাকা থেকে সরাতে হবে। বিশেষ করে সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিকদের ক্ষেত্রে এই নিয়ম কড়াভাবে কার্যকর করার কথা বলা হয়েছে। নবান্ন সেই নির্দেশিকাকেই এবার কার্যকর করতে উদ্যোগী হয়েছে।

রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই বদলির সিদ্ধান্ত কোনও ব্যক্তিগত কারণ বা শাস্তিমূলক ব্যবস্থা নয়। এটি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে একটি প্রশাসনিক প্রক্রিয়া। যাঁরা দীর্ঘদিন একই এলাকায় কর্মরত, তাঁদের বদলি করে অন্যত্র পাঠানো হলে প্রশাসনিক ভারসাম্য বজায় থাকবে এবং নির্বাচনী প্রক্রিয়ায় আস্থা বাড়বে বলেই মনে করা হচ্ছে। এদিকে এই নির্দেশিকার পাশাপাশি পুলিশ প্রশাসনের দায়িত্ব বণ্টনেও কিছু পরিবর্তন আনা হয়েছে। দক্ষিণবঙ্গের ADG ও IGP তাঁদের নিজস্ব দায়িত্ব সামলানোর পাশাপাশি বিধাননগর, ব্যারাকপুর ও হাওড়া পুলিশ কমিশনারেটের অতিরিক্ত দায়িত্বে থাকবেন। অর্থাৎ এই তিনটি গুরুত্বপূর্ণ পুলিশ কমিশনারেটের সার্বিক নজরদারির দায়িত্বও থাকবে দক্ষিণবঙ্গের শীর্ষ আধিকারিকদের ওপর। অন্যদিকে, ওয়েস্টার্ন জোনের ADG ও IGP তাঁদের নির্ধারিত এলাকা ছাড়াও আসানসোল-দুর্গাপুর এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের দায়িত্ব পালন করবেন। শিল্পাঞ্চল ও সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত এই কমিশনারেটগুলিতে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে থাকে, সে দিকেই বিশেষ নজর দেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।

নবান্ন (Nabanna) সূত্রে আরও জানা যাচ্ছে, খুব শীঘ্রই জেলা ও কমিশনারেট স্তরে বদলির তালিকা প্রস্তুত করা হবে। কোন কোন পুলিশ আধিকারিক এই নির্দেশিকার আওতায় পড়ছেন, তা খতিয়ে দেখে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচন ঘোষণার আগেই এই প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে।

 

Advertisements