HomeWest BengalKolkata Cityনবান্নের মেগা স্বাস্থ্য বৈঠক বাতিল, ১২-র বদলে এদিন হবে আলোচনা

নবান্নের মেগা স্বাস্থ্য বৈঠক বাতিল, ১২-র বদলে এদিন হবে আলোচনা

- Advertisement -

আগামীকাল নবান্নে (Nabanna) হচ্ছে না মেগা বৈঠক। শেষ মুহূর্তে চিকিৎসকদের সঙ্গে আগামীকালের বৈঠক বাতিল করে দেওয়া হল বলে খবর। ১২ সেপ্টেম্বরের বদলে সামনের সপ্তাহে এই বৈঠক হবে বলে জানানো হয়েছে। আগামীকাল নবান্নের সভাঘরে এই বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে আপাতত কাল এই বৈঠক হচ্ছে না।

২৪ ঘণ্টা পার হয়ে গিয়েছে, তবুও নিজেদের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় তাঁরা স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। এদিকে আরজি করের (RG Kar Case) ঘটনার প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের লাগাতার কর্মবিরতির জেরে যতদিন এগোচ্ছে ততই স্বাস্থ্য ব্যবস্থা রীতিমতো ভেঙে পড়েছে।

   

কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সরকার, চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সবকিছুকেই অগ্রাহ্য করে বিক্ষোভ দেখাচ্ছেন চিকিৎসকরা । এই ঘটনায় স্বাস্থ্যসচিব সহ ৩ কর্তার পদত্যাগ চেয়েছেন আন্দোলনকারীরা। এই মর্মে আলোচনার জন্য আগামীকাল নবান্নে বৈঠক ডেকেছিলেন মমতা। এই বৈঠকে থাকার কথা ছিল মেডিকেল কলেজের প্রিন্সিপাল, সুপার, এমএস ভিপিদের।

যদিও বর্তমানে হাসপাতালের পরিস্থিতির কথা মাথায় রেখে এই বৈঠক বাতিল করা হল। অন্যদিকে আরজি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ ও খুনের ঘটনায় যে চিকিৎসকরা আন্দোলনে নেমেছেন, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ডেকেছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যসচিব মনোজ পন্থের ঘোষণা অনুযায়ী, আজ সন্ধে ৬টায় ১২-১৫ জন চিকিৎসকের একটি প্রতিনিধি দল উপস্থিত থাকার পরামর্শ দিয়েছেন।

রাজ্যের স্বাস্থ্য সচিবালয় স্বাস্থ্য ভবনের বাইরে বিক্ষোভ দেখাতে থাকা চিকিৎসকরা আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। গত ৯ আগস্ট ৩১ বছর বয়সী এক চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার পর তাদের এই বিক্ষোভ। তাদের দাবির মধ্যে রয়েছে এই অপরাধের জন্য দায়ীদের জবাবদিহি করা, কথিত ধামাচাপা দেওয়ার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং কলকাতার পুলিশ কমিশনার ও স্বাস্থ্য সচিব-সহ উচ্চপদস্থ আধিকারিকদের পদত্যাগ।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular