Dengue: ডেঙ্গু-নগরী কলকাতার সাথে পাল্লা দিচ্ছে জেলা

Malaria death rate has returned to pre-COVID levels, says WHO

মশা বাহিত রোগে (Dengue) বহু মানুষ আক্রান্ত হচ্ছে। ভিড় বাড়ছে হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলিতে। তবে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি উত্তর ২৪ পরগণায়। নদিয়া, উত্তর ২৪ পরগণা ও মুর্শিদাবাদ নিয়ে চিন্তিত প্রশাসন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর এই জেলাগুলিতে ডেঙ্গু অতি সক্রিয়।

প্রায় প্রতিদিনই এই সব জেলা প্রশাসনকে আলাদা করে চিন্তিত করছে উত্তর ২৪ পরগণায় বেড়ে চলা ডেঙ্গুর প্রকোপ। নদিয়ার রানাঘাট হরিণঘাটা ব্লক এবং উত্তর ২৪ পরগণা, উত্তর দমদম বিধাননগর জুড়ে ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি। এখনো পর্যন্ত কলকাতা পৌরসভার এলাকাতে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮২০ জন।

   

দৈনিক ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৫০ থেকে ৩০০ জন। বেসরকারি মতে প্রতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা সাত হাজার ৬৭০ জন। রাজ্যজুড়ে চলছে লাগাতার বৃষ্টি, যার জেরে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪৭ জন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধিন ১৪ জন।

রাজ্যজুড়ে দিনের পর দিন বেড়ে চলা ডেঙ্গুর প্রকোপে রীতিমতো আতঙ্কে সাধারণ মানুষ। টানা বৃষ্টির পরে জমে আছে চারিদিকে জমে আছে জল। যার জেরে বংশবৃদ্ধি ঘটাচ্ছে ডেঙ্গুবাহিত মশা। এক্ষেত্রে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা উপর।

সরকারি হোক কিংবা বেসরকারি হাসপাতাল একের পর এক মানুষের ভিড় জমছে। থাকছে না বেড দুর্দশায় মানুষ। মৃত্যু সংখ্যাও বেড়েই চলেছে। বিভিন্ন পৌরসভা থেকে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। তা সত্ত্বেও কেনও কমানো যাচ্ছে না এই ভয়ানক ডেঙ্গুর প্রকোপ। এখানে চিন্তিত বিভিন্ন পৌরসভা থেকে শুরু করে পঞ্চায়েত এলাকার বাসিন্দারা।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন