
কলকাতা: ভারতীয় ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য পেসার মহম্মদ শামি (Mohammed Shami)এবার পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় জড়িয়ে পড়েছেন। নির্বাচন কমিশনের চলতি স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR প্রক্রিয়ার শুনানিতে ডাক পেয়েছেন বাংলার এই তারকা বোলার। কারণটা মূলত ফর্মের নিচের অংশ সঠিকভাবে পূরণ না করা। এই মুহূর্তে শামি বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে খেলতে ব্যস্ত রাজকোটে।
সূত্রের খবর, ক্রিকেটীয় ব্যস্ততার কারণে তিনি তাৎক্ষণিকভাবে শুনানিতে হাজির হতে পারছেন না, তবে পরে উপস্থিত হয়ে বিষয়টি মিটিয়ে নেবেন।পশ্চিমবঙ্গে চলতি SIR প্রক্রিয়া ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা পরিষ্কার ও সঠিক করার একটি বড় উদ্যোগ। নির্বাচন কমিশনের নির্দেশে গত নভেম্বর থেকে শুরু হয়েছে এই বিশেষ সংশোধনী কার্যক্রম।
রাজ্যে প্রায় সাড়ে সাত কোটি ভোটারের মধ্যে অনেকের নামই এবার খতিয়ে দেখা হচ্ছে। খসড়া তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে, প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়েছে মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট বা অন্য কারণে। আবার প্রায় ৩১ লক্ষ ভোটারকে ‘আনম্যাপড’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যাদের ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে সংযোগ স্থাপন করা যায়নি।
এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ভর্তি করা হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে ফর্মের নিচের অংশে প্রয়োজনীয় তথ্য বা ঘোষণাপত্র সঠিকভাবে পূরণ হয়নি। ফলে শুনানির নোটিস পাঠানো হচ্ছে লক্ষ লক্ষ ভোটারকে।শামির ক্ষেত্রেও ঠিক সেই একই সমস্যা। তিনি যেহেতু উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও পশ্চিমবঙ্গের সঙ্গে গভীর যোগাযোগ রয়েছে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন, রঞ্জি থেকে বিজয় হাজারে তাই রাজ্যের ভোটার তালিকায় তাঁর নাম রয়েছে।
কিন্তু SIR-এর ফর্মে নিচের অংশ পূরণ না হওয়ায় তাঁকে শুনানিতে ডাকা হয়েছে। এটি কোনও বড় অপরাধ নয়, বরং প্রক্রিয়াগত একটি ত্রুটি। শুনানিতে গিয়ে প্রয়োজনীয় নথি দেখালেই বিষয়টি মিটে যাবে। সূত্রমারফত জানা গিয়েছে, শামি পরবর্তীকালে শুনানিতে হাজির হয়ে নিজের ভোটার অধিকার নিশ্চিত করবেন।এই মুহূর্তে শামির পুরো মনোযোগ ক্রিকেটে।
বিজয় হাজারে ট্রফি ২০২৫-২৬ মরশুমে বাংলার দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন দলে শামির সঙ্গে রয়েছেন আকাশ দীপ, মুকেশ কুমারের মতো ভারতীয় পেসাররা। গ্রুপ বি-র ম্যাচগুলো হচ্ছে রাজকোটে। ২৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে জানুয়ারি পর্যন্ত।
বাংলা যদি নকআউটে ওঠে, তাহলে শামির ব্যস্ততা আরও বাড়বে। রাজকোটে থাকার কারণে তিনি এখনই শুনানিতে যোগ দিতে পারছেন না। ক্রিকেটীয় সূচি অনুযায়ী, জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত তিনি মাঠে ব্যস্ত থাকবেন। তারপরই সম্ভবত শুনানির জন্য সময় বার করবেন।










