
মঙ্গলবার লোকসভা ভোটের তৃতীয় দফা ভোট শুরু হতেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গণ্ডগোলের ছবি উঠে আসছে। কোথাও ইভিএম খারাপ তো কোথাও ভোট না দিতে দেওয়ার ঘটনা ঘটছে। এইদিন সকাল থেকে কার্যত ছুটে বেড়াচ্ছেন সিপিএমের প্রার্থী মহম্মদ সেলিম। প্রসঙ্গত <span;>মুর্শিদাবাদের ভোট ময়দানে একাই কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী মহম্মদ সেলিম। সকাল থেকেই দেখা গিয়েছে তিনি বিভিন্ন বুথে ছুটে বেড়াচ্ছেন। গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন। এইদিন সকালে তাঁর কাছে খবর আসে গোপীনাথপুরে ৩৬ নম্বর বুথে উত্তেজনার। সিপিএমের এজেন্টকে মারধর করে বসতে না দেওয়ার অভিযোগ ওঠে।
খবর পেয়েই তিনি সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান। এরপরই ভুয়ো এজেন্ট ধরা পড়ে সেলিমের হাতে। হাত ধরে বের করে আনেন বাম প্রার্থী। জানা গিয়েছে সেই বুথের আসল এজেন্টকে মেরে বের করে সিপিএমের হয়ে ভুয়ো এজেন্ট সেজে বসে ছিল ওই অভিযুক্ত। সংবাদমাধ্যমের সামনেই তাকে হাত ধরে বুথের বাইরে বের করে আনেন সেলিম। মহম্মদ সেলিম বলেন, “ফর্ম চুরি করে আমার ও নির্দলের এজেন্টকে মেরে অন্য লোক বসে আছে।”
তবে এখানেই শেষ নয়, এরপরই লোচনপুরে যান সেলিম। সেখানে বুথের ২০০ মিটারের মধ্যে তৃণমূলের ক্যাম্প কেন তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এছাড়াও তিনি এইদিন সকলেই সংবাদমাধ্যমকে বলেন ” এদিন তিনি বলেন, “পোলিং এজেন্ট বসাতে গিয়ে তেতুলিয়া, ডোমকলের শহরের কয়েকটা জায়গায় সমস্যা তৈরি করেছে। রাস্তায় পথ আটকেছে। নাম নির্দিষ্ট করে আমরা পুলিশকে জানিয়েছি। স্থানীয় পুলিশ যা করবে।”










