পুরভোট নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি কমিশনের

আসন্ন পুরসভার (Municipality vote) ভোট নিয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, আজ থেকেই কার্যকর আদর্শ আচরণবিধি। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ১০৮টি পুরসভায় ভোট শুরু হচ্ছে। 

কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, ২৭ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল ৫টা অবধি হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। এছাড়া আগামী ৮ মার্চের মধ্যে এই নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে।

   

৯ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এছাড়া মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১২ ফেব্রুয়ারি। কমিশনের তরফ থেকে বলা হয়েছে, দঃ পুরসভার ১টি ওয়ার্ডে ভোট হবে না। কোভিড বিধি মেনে রাত আটটা পর্যন্ত প্রচারের অনুমতি দিয়েছে কমিশন। সর্বদলীয় বৈঠকে রাজ্যের শাসকদলের তরফে তাপস রায় বলেন, ‘রাজ্যের শান্তিপূর্ণভাবে পুরভোট করার জন্য যা যা করণীয়, তা কমিশনকে করতে হবে। কমিশনের সব সিদ্ধান্তই আমরা মেনে নেব। তবে প্রচারের সময় আরও ঘণ্টা বাড়ানোর জন্য বলেছি’।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন