কসবায় দুষ্কৃতী তাণ্ডব অব্যাহত, কাউন্সিলর অনুগামীর বাড়িতে চলল ভাঙচুর

ফের কসবায় দুষ্কৃতিদের তাণ্ডব দেখা দিল। জানা গিয়েছে, শনিবার এক ব্যক্তির বাড়ি ভাঙচুরের অভিযোগ। অভিযোগের তির তৃণমূল নেতা সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যে কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাড়ির মালিক বাপি দেব।

এদিকে অভিযোগকারী নিজেকে কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামী বলে জানিয়েছেন। এই ঘটনায় পাল্টা সুর চড়িয়েছেন ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। বাপি দেব পুলিশকে জানিয়েছেন, প্রথমে পাঁচজনের একটি দল এসে হুমকি দিয়ে যায়। পরে ২০ থেকে ২৫ জনের একটি দল বাইরে থেকে পাথর ছোঁড়ে। এমনকি কাঁচের বোতল ছোঁড়া হয়েছে। তিনি জানান, গত তিন বছর ধরেই সুশান্ত ঘোষের লোকেরা নানাভাবে তাণ্ডব চালাচ্ছে। মাঝে মধ্যেই রাস্তায় অকথ্য গালিগালাজ করে তিনি। তিনি বলেন, এক সময় দুই জনের মধ্যে সুসম্পর্ক থাকলেও সুশান্ত ঘোষের ব্যবহারের কারণে সরে আসেন। অভিযোগ, গতকাল রাতে পেটিতে করে বিয়ারের বোতল এনে ভাংচুর চালানো হয়েছিল। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছে ওই ব্যক্তি এবং তাঁর পরিবার।

   

এদিকে  কাউন্সিলর লিপিকা মান্না জানিয়েছেন, ‘আমি নিজে গিয়ে ঘটনাটি দেখে এসেছি। কাঁচ পাথর ছুঁড়ে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। এমনকি বাড়ির মালিকের স্ত্রী বারবার নিরাপত্তা চাইছিল। আমাকে ফোন করা হয়েছিল। পুলিশকে আমি জানিয়েছি। পুলিশ গিয়েছিল। গোটা বিষয়টিতে প্রশাসনের ওপর নির্ভরশীল।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন