টিউশনি পড়তে গিয়ে গণধর্ষণের শিকার নাবালিকা! গ্রেফতার ৩

কলকাতা: সম্প্রতি NCRB-র রিপোর্টে কলকাতাকে দেশের ‘সবচেয়ে সুরক্ষিত’ শহরের তকমা দেওয়া হয়েছে। আর ফের শহরে গণধর্ষণ (Gangrape)! শনিবার সন্ধ্যায় টিউশন পড়তে গিয়েছিলেন সপ্তম শ্রেণীর কিশোরী পড়ুয়া, বয়স ১৪। তাঁকে দমদমের মোতিলাল কলোনির হরিজন বস্তির একটি বাড়িতে নিয়ে গিয়ে ৩ জন মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ।

Advertisements

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের একজনকে চিনতেন নির্যাতিতা। জানা গিয়েছে, টিউশনি পড়া শেষ করে বাড়ি ফেরার আগে কিছুক্ষণের সঙ্গে একটি পার্কে গিয়েছিলেন নির্যাতিতা ও একজন অভিযুক্ত। পরে আরও দুজন সেখানে পৌঁছয়। এরপর নাবালিকাকে জোড়পূর্বক টোটোতে চাপিয়ে দমদমের মোতিলাল কলোনির একটি বাড়িতে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়।

   

তিনজন অভিযুক্তের নাম সঞ্জু সাহা, বিকি পাসওয়ান এবং রাজেশ পাসওয়ান বলে জানিয়েছ পুলিশ। কোনোক্রমে বাড়িটি থেকে পালিয়ে বাড়ি ফেরেন নির্যাতিতা কিশোরী। বাবা-মাকে ঘটনা খুলে বলার পর দমদম থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। নির্যাতিতার পরিবারের দাবী, পূর্বপরিচিত বন্ধুই তাঁদের মেয়েকে জোড় করে ওই বাড়িটিতে নিয়ে যায়।

Advertisements

ভারতীয় ন্যায় সংহিতার পকসো (POCSO) আইনের আওতায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সঞ্জু সাহাকে ৫ দিন পুলিশি হেফাজত এবং পাসওয়ানদের ১ দিন বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে। ঘটনায় রবিবার সকালে দমদম স্টেশন এলাকায় প্রতিবাদ সভা করে বিজেপি।

প্রসঙ্গত, সেপ্টেম্বরই খাস দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় গণধর্ষণের (Gangrape) শিকার হন ২০ বছরের এক তরুণী। জন্মদিনের পার্টিতে গণধরহন করা হয় তাঁকে। হরিদেবপুর থানা এলাকার ওই ঘটনায় শহরে মহিলাদের সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন ওঠে।