পিছু হটল মমতা সরকার, আরজি কর মামলায় মীনাক্ষীর জামিন

Minakshi Mukherjee

আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের (RG Kar Case ) প্রতিবাদ করার সময় আক্রান্ত হয়েছিলেন CPIM নেত্রী মীনাক্ষী মুখার্জিসহ (Minakshi Mukherjee) অন্যান্য বাম ছাত্র-যুব নেতৃত্ব। তাদের নামেই আদালতে অভিযোগ দায়ের করেছিল পুলিশ। সেই মামলায় জামিন পেয়েছেন সবাই।

সোমবার শিয়ালদহ আদালতে জামিনের রায় সম্পর্কে জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সাংবাদিক সম্মেলনে সেলিম বলেন, গত বছরের ১৪ আগস্ট রাতে অবস্থানে বসেছিলেন প্রতিবাদীরা। তাদের ওপর মারাত্মক হামলা চালায় একদল সমাজবিরোধী। প্রতিবাদী এবং বামপন্থীরা বারবারই হামলাবাজদের ছবি, নাম জানিয়েছে প্রকাশ্যে। অথচ মুখ্যমন্ত্রী যুব সংগঠন ডিওয়াইএফআই-কে দায়ী করেছিলেন।

   

গত বছর ৯ আগস্ট চিকিৎসক-ছাত্রীর দেহ পাওয়া গিয়েছিল আরজি কর হাসপাতালের সেমিনার রুমে। অপরাধীদের ধরার দাবিতে আন্দোলনে শামিল হন মীনাক্ষী মুখার্জি। বাম সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির আন্দোলন চলেছে।

সিপিআইএম রাজ্য সম্পাদক  সেলিম বলেছেন, পুলিশ অপরাধীদের ধরে না প্রতিবাদীদের মামলা দেয়। প্রতিবাদীদের বারবার ডেকে হেনস্তা করা হয়েছে। এর আগে লালবাজারেও গিয়েছিলেন সে সময় ডিওয়াইএফআই’র রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। কিন্তু হামলাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি বলেন, আরজি কর ধর্ষণ খুন কাণ্ডের আসল অপরাধীদের ধরেনি রাজ্যের পুলিশ বা কেন্দ্রের সিবিআই। চুপিচুপি মীনাক্ষীদের নামে চার্জশিট দেওয়া হয়েছে।
সেলিম বলেন, মীনাক্ষীদের ‘পলাতক’ দেখিয়ে অভিযোগ দায়ের কার হয়েছে। এরা কেউ পলাতক নয়। পুলিশ ডাকলে দেখা করেছে। সেই মামলায় এদিন জামিন হয়েছে শিয়ালদহ আদালতে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন