বইপ্রেমীদের পোয়াবারো! এবার মেলা প্রাঙ্গণ থেকেই মিলবে মেট্রো টিকিট

Metro ticket booth at Kolkata Book Fair

কলকাতা: বইপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আগামী ২২ জানুয়ারি থেকে সল্টলেক সেন্ট্রাল পার্কের ‘বইমেলা প্রাঙ্গণে’ শুরু হচ্ছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। সোমবার পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে একগুচ্ছ নতুন পরিষেবার কথা ঘোষণা করা হয়েছে, যার মধ্যে সবথেকে আকর্ষণীয় হল মেলা প্রাঙ্গণে মেট্রোর বিশেষ টিকিট বুথ।

Advertisements

মেলা প্রাঙ্গণেই মেট্রো কাউন্টার ও ইউপিআই সুবিধা

গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে জানিয়েছেন, সেন্ট্রাল পার্কে বইমেলার ১ নম্বর ও ২ নম্বর গেটের মাঝে মেট্রোর দুটি বিশেষ বুথ থাকবে। স্টেশনে লম্বা লাইন এড়াতে দর্শনার্থীরা সরাসরি মেলা থেকেই মেট্রোর টিকিট সংগ্রহ করতে পারবেন। আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এখানে ইউপিআই (UPI) এর মাধ্যমে পেমেন্ট করে টিকিট কাটার সুবিধাও রাখা হচ্ছে।

   

হাওড়া-শিয়ালদহ কানেক্টিভিটি ও অতিরিক্ত মেট্রো Metro ticket booth at Kolkata Book Fair

এবারের বইমেলার অন্যতম বিশেষত্ব হলো গ্রিন লাইনের পূর্ণ সংযোগ। হাওড়া ও শিয়ালদহ থেকে মেট্রো পরিষেবা চালু হয়ে যাওয়ায় শহরতলির পাঠকদের জন্য মেলায় আসা অনেক সহজ হবে। ভিড় সামাল দিতে মেট্রো কর্তৃপক্ষ মেলার দিনগুলোতে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। ছুটির দিনগুলোতেও মিলবে বিশেষ পরিষেবা এবং প্রতিদিন রাত ১০টা পর্যন্ত শেষ মেট্রো পাওয়া যাবে।

অংশগ্রহণকারী দেশ ও বাংলাদেশের অনুপস্থিতি

গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় জানান, এবারের বইমেলায় ২০টিরও বেশি দেশ অংশগ্রহণ করছে, যার মধ্যে ফোকাল থিম কান্ট্রি হলো আর্জেন্টিনা। তবে প্রতিবেশী দেশ বাংলাদেশ এবারও মেলায় থাকছে না। রাজনৈতিক পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও বাংলাদেশের প্রকাশকদের কোনো স্টল থাকছে না বলে নিশ্চিত করেছেন আয়োজকরা।

এদিনের বৈঠকে ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন অশোকনারায়ণ বর্মন, শুভঙ্কর দে, রাজু বর্মন এবং কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালের কিউরেটর মালবিকা বন্দ্যোপাধ্যায়সহ অন্যান্য বিশিষ্ট সদস্যরা।

Kolkata City: Kolkata Book Fair 2026 features special Metro services with UPI ticket booths at Central Park gates 1 and 2. Enjoy extended hours until 10 PM and seamless Howrah-Sealdah connectivity. Theme country Argentina joins, while Bangladesh remains absent.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements