HomeWest BengalKolkata Cityমিছিলে স্লোগান নিরাপত্তা না থাকলে ভোটের কাজ করব না

মিছিলে স্লোগান নিরাপত্তা না থাকলে ভোটের কাজ করব না

- Advertisement -

বাকি কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের কেন্দ্রকে চিঠি দিল‌কমিশন। আরও ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিল রাজীব সিনহা।

উল্লেখ্য, আগেই রাজ্যে এসেছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পরে বরাদ্দ করা ৩১৫ কোম্পানি এখনও আসেনি রাজ্যে। কোথায় মোতায়েন হবে, কমিশন জানাতে না পারায় ভিনরাজ্যেই রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

   

ভোটে পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে পথে নেমেছে যৌথমঞ্চ। প্রতি বুথে ৪ জন করে কেন্দ্রীয় বাহিনীর দাবি যৌথমঞ্চের।

সংগঠনের বক্তব্য, ‘২০১৮-র পুনরাবৃত্তি যেন না হয়, মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে। পর্যাপ্ত নিরাপত্তা না পেলে ভোটের ডিউটি নয়’ । অবাধ ও সুষ্ঠু ভোটের দাবিতে যৌথমঞ্চ মিছিল করেছে।

ডিএ-র দাবিতে আন্দোলনের দেড়শোতম দিনে ফের আজ পথে যৌথমঞ্চ। হাওড়া, শিয়ালদা থেকে যৌথমঞ্চের মিছিল হয়েছে‌।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular