HomeWest BengalKolkata Cityবিনা সম্মতিতে গাছ কাটার অভিযোগ কলকাতা বন্দরের বিরুদ্ধে, ক্ষুব্ধ মেয়র

বিনা সম্মতিতে গাছ কাটার অভিযোগ কলকাতা বন্দরের বিরুদ্ধে, ক্ষুব্ধ মেয়র

- Advertisement -

Kolkata Port Trust: বিনা অনুমতিতেই কেটে ফেলা হচ্ছে আলিপুর অ্যাভিনিউ এক্সটেনশন রোডের ধারে থাকা একাধিক বড় গাছ। গাছগুলোর মধ্যে ছিল মেহগনি, কদমের মতো প্রজাতিও। একদিকে কলকাতা শহরের বুকে সবুজ রক্ষার লড়াই, অপরদিকে এই গাছগুলি কেটে ফেলায় ইতিমধ্যেই কলকাতা পুরসভার পক্ষ থেকে চেতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি জানানো হয়েছে রাজ্য বন দফতরকেও।

মাঝেরহাট স্টেশনের দিকে যে রাস্তা রয়েছে সেই রাস্তার পেছনের দিকেই রয়েছে বন্দর কর্তৃপক্ষের বহু পুরোনো গাছ। কিন্তু সেই গাছগুলি কেটে ফেলার ঘটনাটি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। তাঁরা পুরসভা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায়। খবর পেতেই কলকাতা পুরসভা ঘটনার তদন্ত শুরু করে।

   

জানা যাচ্ছে, ওই জমি তারা লিজে দিচ্ছে, তাই পরিষ্কারের জন্য গাছ কাটা হয়েছে। যেহেতু জমি নিজেদের, তাই অনুমতির প্রয়োজন নেই। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় পুরসভা। তাঁরা জানাচ্ছেন, শহরের যে কোনও অঞ্চলে বড় গাছ কাটতে হলে অবশ্যই অনুমতি নিতে হয় উদ্যান বিভাগ বা বন দফতরের কাছ থেকে। তাই আইন অমান্যের অভিযোগে পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান পুরকর্তারা। গাছ কাটার ঘটনার যাবতীয় তথ্য ও নথি বন দফতরে পাঠিয়েছে পুরসভা। পরবর্তী পদক্ষেপ নেওয়ার দায়িত্ব এখন তাদের। যেখানে শহরের নানা প্রান্তে নতুন গাছ লাগানো, সবুজায়নের জন্য প্রচেষ্টা চলছে, সেখানে এই ধরনের আচরণে বিরক্ত মেয়র ফিরহাদ হাকিমও। গাছ কাটা নিয়ে বন্দরের ভূমিকা নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি।

- Advertisement -
Devi Bhattacharya
Devi Bhattacharyahttps://kolkata24x7.in/
প্রশ্ন করতে, খুঁটিয়ে জানতে এবং উত্তর খুঁজতে ভালোবাসি। খবর অনুসন্ধান, ঘটনার অন্তরালের কারণ বিশ্লেষণ এবং সেগুলোকে শব্দে বুনে তোলার চেষ্টা করি। স্বচ্ছ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা করার লক্ষ্য নিয়ে গত ৪ বছর ধরে এই প্রফেশনে যুক্ত আছি। এছাড়াও আবৃত্তি করতে, ভ্রমণ এবং সেই ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসি।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular