Home West Bengal Kolkata City উপনির্বাচনে আগে বিজেপিতে বিরাট ভাঙন, দল ছাড়লেন বহু কর্মী

উপনির্বাচনে আগে বিজেপিতে বিরাট ভাঙন, দল ছাড়লেন বহু কর্মী

On Swami Vivekananda's Birth Anniversary, Shubhendu and Sukanta Offer Floral Tributes
On Swami Vivekananda's Birth Anniversary, Shubhendu and Sukanta Offer Floral Tributes

দিন কয়েক বাদেই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (BJP)। এর মধ্যে রয়েছে উত্তর কলকাতা লোকসভার অন্তর্গত মানিকতলাও। মানিকতলায় প্রচার করছেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরাও। আর সেখানেই বিজেপিতে ধরল বড়সড় ভাঙন।

Advertisements

মানিকতলা উপনির্বাচনের মুখে একাধিক ওয়ার্ডে বিজেপির ভাঙন ধরাল জোড়াফুল শিবির। ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলে যোগ দিলেন বিজেপি কর্মীরা। শনিবার সন্ধ্যায় এক জনভায় যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন দলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ।

   

রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল এক্স হ্যান্ডেলে লিখেছেন, মানিকতলা উপনির্বাচনের মুখে বিজেপিতে ভাঙন। 16 নম্বর ওয়ার্ডে তৃণমূলে যোগ দিলেন বিজেপি কর্মীরা। 14তে প্রচারে তৃণমূলের শিক্ষা সেল, অধ্যাপক, শিক্ষকরা। সভা হল 12, 15, 31 নম্বর ওয়ার্ডেও। তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডের সমর্থনে বিপুল সাড়া।

সীমান্তজুড়ে রমরমিয়ে চলছে বেআইনি পাচার! ‘অভিযুক্ত’ মোদীর মন্ত্রী শান্তনু ঠাকুর

তৃণমূল শিবিরের বক্তব্য, ভোটের আগে এই যোগদানের ফলে দল আরও শক্তিশালী হবে। অন্যদিকে, প্রকাশ্যে কিছু না বললেও নির্বাচনের চারদিন আগে কর্মীদের দলত্যাগের ঘটনায় স্বভাবতই কিছুটা অস্বস্তিতে গেরুয়া শিবির।

 

মানিকতলায় এবার তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছেন দলের প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে সর্বভারতীয় ফুটবল সংস্থার প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে। কল্যাণ ২০২১ সালের নির্বাচনে বিজেপির টিকিটে এই কেন্দ্র থেকে লড়লেও সাধন পাণ্ডের কাছে বিরাট মার্জিনে হেরে যান।

চব্বিশের লোকসভা ভোটের নিরিখে মানিকতলা বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট – ৬২৩৮৯। তৃণমূলের ঝুলিতে গিয়েছে ৬৬৯৬৪ ভোট। আর বাম-কংগ্রেস জোটের দখলে গিয়েছে ৯৪২১ ভোট। অর্থাৎ, এই কেন্দ্রে তৃণমূলের লিড রয়েছে ৩ হাজার। আগামী ১০ জুলাই মানিকতলা ছাড়াও বাংলার আরও তিন কেন্দ্রে (রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা) উপনির্বাচন।

কলকাতায় খেলা চরমে! জগন্নাথ মন্দিরকে বলে বলে চ্যালেঞ্জ তিরুপতি মন্দিরের

Advertisements