সপ্তাহের শুরুতেই হাওড়া থেকে দেরিতে ছাড়বে বহু ট্রেন, রইল তালিকা

সপ্তাহের শুরুতেই ফের বিপাকে পড়তে চলেছেন সাধারণ রেল যাত্রীরা। আজ সোমবার ১৯ আগস্ট নতুন করে বহু ট্রেনের সময় বদলে দিল দক্ষিণ পূর্ব রেল। বিশেষ করে আজ যারা হাওড়া ডিভিশনের (Howrah Devision) বিভিন্ন ট্রেনে যাওয়ার পরিকল্পনা করেছেন তাঁদের চিন্তা বাড়তে চলেছে।

Advertisements

আজ হাওড়া ডিভিশনের একগুচ্ছ ট্রেনের সময় বদলে দিল রেল। বিশেষ করে আজ আপনারও যদি দিঘা যাওয়ার পরিকল্পনা হয়ে থাকে তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খরব। আজ দক্ষিণ পূর্ব রেলের তরফে একগুচ্ছ ট্রেনের তালিকা দেওয়া হয়েছে যেগুলির সময় বদলে দেওয়া হয়েছে। যার মধ্যে বেশিরভাগ রয়েছে হাওড়া থেকে দিঘা এবং দিঘা থেকে হাওড়াগামী ট্রেন রয়েছে।

   

তালিকা অনুযায়ী, আজ ট্রেন নম্বর ১২১২০ হাওড়া-বরবিল এক্সপ্রেস ৬:২০-র পরিবর্তে সকাল ৯টায় হাওড়া থেকে ছাড়বে। ট্রেন নম্বর ১২৮৫৭ হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস রেক দেরিতে পৌঁছানোর কারণে ০৬.৪৫ টার পরিবর্তে সকাল ০৯.৩০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। এর পাশাপাশি ট্রেন নম্বর ১২৮৫৮ দিঘা-হাওড়া তাম্রলিপ্তা এক্সপ্রেসের রেক দেরিতে চলার কারণে ১০.৩৫ টার পরিবর্তে দুপুর ১৩.২০ মিনিটে দিঘা স্টেশন থেকে ছাড়বে।

ট্রেন নম্বর ২২৮৯৭ হাওড়া-দিঘা কান্ডারী এক্সপ্রেসের রেক দেরিতে চলার কারণে আজ দুপুর ১৪.২৫ ঘন্টার পরিবর্তে বিকেল ১৭.১০ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে। ট্রেন নম্বর ২২৮৯৮ দিঘা-হাওড়া কান্ডারী এক্সপ্রেসের রেক দেরিতে চলার কারণে সন্ধ্যে ১৮:২৫ টার পরিবর্তে ২১:১০ টায় দিঘা থেকে ছাড়বে।

Advertisements

এর পাশাপাশি ট্রেন নম্বর ২২৮৬৩ হাওড়া-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেসের রেক দেরিতে চলার কারণে ১০:৪৫-এর পরিবর্তে দুপুর ১৪:২০ টা নাগাদ হাওড়া থেকে ছাড়বে।