HomeWest BengalKolkata Cityকলকাতা পুলিশের নতুন কমিশনার হচ্ছেন মনোজ বর্মা

কলকাতা পুলিশের নতুন কমিশনার হচ্ছেন মনোজ বর্মা

- Advertisement -

বিনীত গোয়েল অতীত, কলকাতা পুলিশের (Kolkata Police) নতুন কমিশনার হচ্ছেন মনোজ বর্মা।  নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে এডিজি এসটিএফ করা হল বিনীত গোয়েলকে। নতুন এডিজি আইনশৃঙ্খলা করা হল জাভেদ শামিমকে। আগে তিনি এডিজি, আইজিপি এবং আইবি-র পদে ছিলেন। অভিষেক গুপ্তকে সরিয়ে ডিসি নর্থ করা হল দীপক সরকারকে। তিনি ডিসি পূর্ব সিলিগুড়ির পদে ছিলেন। নতুন এডিজি (আইবি) হলেন জ্ঞানবন্ত সিংহ। এর আগে তিনি ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস-র ডিরেক্টর পদে ছিলেন।

অন্যদিকে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস-র ডিরেক্টর পদে নিয়োগ করা হয়েছে ত্রিপুরারি অথর্বকে। এর আগে তিনি এডিজি, আইজি, এসটিএফের পদে ছিলেন। ১৯৯৮ ব্যাচের আইপিএস অফিসার মনোজ কুমার বর্মা। পশ্চিমবঙ্গের ডিরেক্টর জেনারেল এবং ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইনশৃঙ্খলা) হিসেবেঅ দায়ত্ব পালন করেছেন।

   

তিনি ২০২৪ সালের জানুয়ারিতে জাভেদ শামীমের স্থলাভিষিক্ত হয়ে এই ভূমিকা গ্রহণ করেছিলেন, যাকে এডিজি এবং আইজি (ইন্টেলিজেন্স ব্যুরো) পদে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছিল। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের ক্রমবর্ধমান চাহিদা ও অসন্তোষের মধ্যেই কলকাতা পুলিশে বড়সড় রদবদল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আরজি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে যখন একাধিক জুনিয়র ডাক্তার বিক্ষোভ দেখাচ্ছেন, তখনই এই সিদ্ধান্ত নিয়েছে মমতা সরকার।

১৯৯৮ ব্যাচের আইপিএস অফিসার মনোজ কুমার বর্মা বর্তমানে রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) পদে কর্মরত ছিলেন। তিনি ১৯৬৮ সালে রাজস্থানের সাওয়াই মাধোপুরে জন্মগ্রহণ করেন। সরকারি চাকরিতে নির্বাচিত হওয়ার পর তিনি অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

মনোজ কুমারকে ২০১৭ সালে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এবং দার্জিলিংয়ের আইজি পদে নিযুক্ত করা হয়, যেখানে তিনি সফলভাবে আইনশৃঙ্খলা বজায় রেখেছিলেন। তার কাজের জন্য, তিনি ২০১৭ সালে রাজ্য সরকারের পুলিশ পদক এবং ২০১৯ সালে মুখ্যমন্ত্রীর পুলিশ পদক পেয়েছিলেন।

 

 

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular