HomeWest BengalKolkata CityJob Scam প্রেসিডেন্সি জেলে রাতেই জেরা মানিক ভট্টাচার্যের

Job Scam প্রেসিডেন্সি জেলে রাতেই জেরা মানিক ভট্টাচার্যের

- Advertisement -

২০২০-র নিয়োগ দুর্নীতির সাথে জড়িয়ে রয়েছে আর্থিক লেনদেনও। এই পরিস্থিতিতে আজই সিবিআইকে জেলে গিয়ে মানিক ভট্টাচার্যকে জেরা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতির নির্দেশ, ‘জেল সুপার সম্পূর্ণ সহযোগিতা করবেন, না করলে তাঁর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।’ পাশাপাশি বিচারপতি ইডিকে নির্দেশ দেন, ‘জেল সুপারের সম্পত্তির হিসাব নেওয়া শুরু করুন।’

পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়ের পর নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি। গত বছর ১১ অক্টোবর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে। এই মুহূর্তে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি রয়েছেন মানিক।

   

বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, আজ রাত ৮ থেকে ৮.৩০-র মধ্যে এবং আগামীকাল সকাল ৯টার মধ্যে সিবিআইকে প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরা শুরু করতে হবে। জেরা-পর্ব ভিডিওগ্রাফি করতে হবে। ক্যামেরায় না হলে ফোনে রেকর্ড করতে হবে বলে নির্দেশ দেন বিচারপতি।

ইডিকে উদ্দেশ্য করে বিচারপতি মন্তব্য করেন, ‘আমি সবকিছু করছি, কিন্তু ভগবান যিনি ওপরে বসে আছেন, তিনি কিছু করছেন না।’ কাল বিকাল চারটেয় এই মামলায় ফের শুনানি রয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular