HomeWest BengalKolkata Cityকৈখালীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত এক ব্যক্তি

কৈখালীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত এক ব্যক্তি

- Advertisement -

গত মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর কলকাতার ভিআইপি রোডে বেসরকারি হাসপাতালে ডেঙ্গু(Dengue) আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চলতি মাসে শহরের ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২। কৈখালীর বাসিন্দা মোঃ আসলাম আনসারী গত কয়েকদিন ধরে প্রচন্ড জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত রবিবার ২২ সেপ্টেম্বর শহরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
ডায়াবেটিস রোগী আনসারীর শারীরিক পরীক্ষা করে চিকিৎসকরা তার ডেঙ্গু পজেটিভ বলে জানায়। যা তার লিভার ও কিডনির ক্ষতি করেছিল। পরে অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয় কিন্তু শেষ রক্ষা হয়নি।

চিকিৎসক মিতা মজুমদার বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে। তবে গত আগস্টে রোগীর সংখ্যা কম থাকলেও চলতি মাসে রোগীর ভিড় কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে সংখ্যাটা উদ্বেগজনক নয়।

   

জয়পুরে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সাথে সাথে প্লেটলেটের চাহিদা বেড়েছে এসএমএস হাসপাতালে।বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, ট্রান্সফিউশন তখনই প্রয়োজন যখন প্লেটলেট এর সংখ্যা বিপদজনকভাবে কমে যায় এবং সঠিক সময় চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ নেওয়ার কথা বলেন।

ফয়জুল্লাগঞ্জের শ্যামবন্তী দেবী নামে এক 58 বছর বয়সী মহিলা গত মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ডেঙ্গু সংক্রমণের কারণে সন্দেহজনকভাবে মারা যান। গত শুক্রবার ২০ সেপ্টেম্বর উচ্চচর ও কম প্লেটলেটের সংখ্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর তার মৃত্যু হয়। যদিও ডেঙ্গুঁই তার মৃত্যুর কারণ কিনা তা নিশ্চিত করেনি স্বাস্থ্য বিভাগ।

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular