HomeWest BengalKolkata CityNewtown : ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হল প্রৌঢ়ের দেহ, চাঞ্চল্য নিউটাউনে

Newtown : ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হল প্রৌঢ়ের দেহ, চাঞ্চল্য নিউটাউনে

- Advertisement -

নিউটাউন এলাকায় ট্রলি ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয়েছে প্রৌঢ়ের দেহ। ট্রলি ব্যাগটি তালাবন্ধ অবস্থায় পড়েছিল রাস্তার ধারের নালায়। আজ,শনিবার সকালে সেই ব্যাগটি দেখতে পান সকালে প্রাতঃভ্রমণ করতে যাওয়া বেশ কিছু মানুষজন। দেখতে পাওয়ার পরেই তারা এগিয়ে যায় সেই ট্রলি ব্যাগের দিকে। এগিয়ে গিয়ে সামনে দেখতে পায় সেই বাগ থেকে চুঁইয়ে পড়ছে রক্ত। দেখার পরেই তারা টেকনো সিটি থানার পুলিশকে খবর দেয়। এর পরেই পুলিশ এসে উদ্ধার করে ট্রলি ব্যাগ। টেকনো সিটি থানার পুলিশ আসার পরেই ব্যাগটি উদ্ধার করে এবং তালা ভাঙে। এর পরেই বেড়িয়ে আসে ভিতরে থাকা প্রৌঢ়ের দেহ।

তবে কারিগরি ভবনের পিছনে এমন ঘটনায় এখন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিউ টাউনের টেকনো সিটি থানা এলাকায় এমন হাড়হিম ঘটনা অনেকে কল্পনাই করতে পারছেন না। এখানে পুলিশের উচ্চপদস্থ অফিসাররাও আসেন। ঘটনাস্থল পরিদর্শন করেন। পার্শ্ববর্তী এলাকায় সিসি ক্যামেরা নেই বলে তথ্য সংগ্রহ করতে দেরি হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে,খুন করে ট্রলি ব্যাগে করেই এখানে এনে ফেলা হয়েছে এই দেহ।

   

পুলিশ সূত্রে আরও জানা যায় ব্যাগের ভিতর সেই প্রৌঢ়ের দেহের সম্পূর্ণ অংশই রয়েছে। তাঁর মাথায় আঘাতের চিহ্নও দেখা গেছে। সুতরাং প্রৌঢ়কে খুন করা হয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে। মৃতদেহ কে ময়না তদন্তে পাঠান হয়েছে। তবে গোটা বিষয়টি ময়নাতদন্ত করার পরই সামনে আসবে বলেই অনুমান করা হচ্ছে ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular