যে কোনও অবস্থাতেই ভারতের অখন্ডতা রক্ষা করতে হবে, বাংলাদেশ ইস্যুতে বার্তা মমতার

যে কোন পরিস্থিতিতেই ভারতের অখন্ডতা রক্ষা করতে হবে বিধানসভা থেকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)৷ বিশেষ করে আজ ভারত-বাংলাদেশ ইস্যু নিয়ে বৈঠক করছেন বিদেশ…

Mamata's Message on Bangladesh Issue: "India's Integrity Must Be Preserved at All Costs

যে কোন পরিস্থিতিতেই ভারতের অখন্ডতা রক্ষা করতে হবে বিধানসভা থেকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)৷ বিশেষ করে আজ ভারত-বাংলাদেশ ইস্যু নিয়ে বৈঠক করছেন বিদেশ সচিব৷ পাশাপাশি আজ বিধানসভায় রাজ্যপালের সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)৷ পাশাপাশি যাঁরা বিহার দখলের ডাক দিয়েছে তাঁদের উদ্দেশ্যও বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷

Advertisements

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই রাজভবন এবং নবান্নের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে শুরু করেছিল। রাজ্যপাল সিভি আনন্দ বোস, যিনি তখন পঞ্চায়েত নির্বাচনে হিংসার বিষয় নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে তীব্র বিবাদ শুরু হয়।

Advertisements

পঞ্চায়েত নির্বাচনের ফলাফল এবং তার পরবর্তী ঘটনাবলি নিয়ে রাজ্যপালের ক্ষোভ প্রকাশ পায়, যা রাজ্য সরকারের পক্ষ থেকে ভালোভাবে গৃহীত হয়নি। বিশেষ করে, রাজ্যপালের মন্তব্য এবং হস্তক্ষেপ রাজ্য সরকারের কাছে একপ্রকার অগ্রহণযোগ্য মনে হয়েছিল। তবে সকলেই মনে করছেন এই বৈঠকের মধ্য দিয়ে নবান্ন ও রাজভবনের মধ্যে দূরত্ব কিছুটা হলেও কমবে৷

অন্যদিকে, শেখ হাসিনার বাংলাদেশ ছাড়ার পর এই প্রথম মুখোমুখি হচ্ছে দিল্লি ঢাকা। বাংলাদেশের বিদেশসচিব মুহম্মদ জশিম উদ্দিনের সঙ্গে তাঁর বৈঠক চলছে ঢাকায়।