Kolkata: ইজরায়েল ফেরত রাজ্যবাসীর জন্য দিল্লি থেকে বিনা খরচের বিমান: মমতা

যুদ্ধবিদ্ধস্ত ইজরায়েলে আটকে রয়েছেন বহু ভারতীয়। এবার ইজরায়েল ফেরত বাঙালিদের জন্য দিল্লি ও নবান্নতে খোলা হল কন্ট্রোল রুম। ‘বিনা খরচে দিল্লি থেকে ফেরানোর ব্যবস্থা’-র কথা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisements

ইজরায়েল ফেরত বাসিন্দাদের জন্য কন্ট্রোল রুম নবান্নতে। সকাল থেকে বাংলার ৫২ জনকে ফেরানো হয়েছে বিনা খরচে। বিনা খরচে তাদের ফেরানোর কথা এক্স হ্যান্ডেলে জানানো হয়। যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে আটকে রয়েছে অনেকে। কেন্দ্র সরকার অপারেশন অজয় শুরু করেছে। ইজরায়েল থেকে ভারতীয়দের ফেরানোর ব্যবস্থা করেছে। আর দিল্লিতে পৌঁছনোর পর যারা পশ্চিমবঙ্গবাসী তাদের জন্য কন্ট্রোলরুম খুলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে বিনা খরচে ফেরানোর কথা বলেছেন।

শুক্রবার সকালে ২১২ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হল। দিল্লি বিমানবন্দরে তাদের স্বাগত জানান কেন্দ্রীয়মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। বিমানবন্দরে তাদের সঙ্গে প্রাথমিক কথাবার্তাও বলেন তিনি। বৃহস্পতিবার সন্ধেয় ইজরায়েলের তেল আভিভ শহরের বিমানবন্দর থেকে দেশে ফিরতে ইচ্ছুক ভারতীয়দের নিয়ে ছাড়ে বিমান। তাতে ২১১ জন প্রাপ্ত বয়স্ক ও এক শিশু ছিল।

Advertisements

গত শনিবার থেকে ইজরায়েলে টানা হামলা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। দুপক্ষের সংঘর্ষে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে ইজরায়েল বসবাসকারী বিদেশিদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে।