Mamata Banerjee: মন্ত্রিসভায় আচার্য পদে মমতার নাম গৃহীত, বাম আমলের অভিযোগ ‘ভুয়ো ডিগ্রিধারী’

পাশ হয়ে গেল আচার্য প্রস্তাব। রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হতে চলেছেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়। নবান্ন সূত্রে খবর, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসাতে বিল আনতে চলেছে রাজ্য সরকার।

এই বিলে বলা হয়েছে সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে আর থাকবেন না রাজ্যপাল। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক পদে থাকবেন শিক্ষামন্ত্রী।

   

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম মন্ত্রিসভায় আচার্য পদে গৃহীত হতেই পুরনো বিতর্ক চাঙ্গা। বামফ্রন্ট আমলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ডক্টরেট বলে দাবি করেছিলেন। ততকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও সিপিআইএমের তীব্র কটাক্ষ ছিল সেই ডিগ্রি ভুয়ো। তখনও মমতা কংগ্রেস নেত্রী। তাঁর নামের আগে ডক্টরেট লিখে পোস্টার দেওয়ায় বিতর্ক তীব্র হয়। চাপের মুখে তিনি সেই ডক্টরেট ডিগ্রি নামের আগে লেখা বন্ধ করে দেন।

এই ‘ভুয়ো ডিগ্রি’ বিতর্ক নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য হতে চলেছেন। বিধানসভায় এই বিল সংখ্যা গরিষ্ঠতার জেরে পাশ করাতে স্বক্ষম তৃণমূল কংগ্রেস। তবে রাজ্যপাল সই করবেন কিনা উঠছে প্রশ্ন। আইন অনুসারে তিনি সই না করে ফেরত পাঠালে ফের তাঁর কাছে যাবে ফাইল। তারপর তিনি সই করতে বাধ্য।

রাজ্য নিয়ন্ত্রীত বিশ্ববিদ্যালয়ের আচার্য হন রাজ্যপাল। তিনি সাংবিধানিক পদমর্যাদায় এই পদ পান। তবে মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল সংঘাত যে জায়গায় তাতে রাজ্যপালের এই পদটি গেল। শুধু পশ্চিমবঙ্গ নয়, সিপিআইএম নেতৃত্বাধীন কেরলের এলডিএফ সরকারও সে রাজ্যে রাজ্যপালকে আচার্য পদ থেকে সরাচ্ছে। আরও কয়েকটি রাজ্যেও এমন অবস্থান নিচ্ছে সংশ্লিষ্ট রাজ্য সরকার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন