মাঝরাতে শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতার

West Bengal CM Mamata Banerjee wishes Shah Rukh Khan a very happy birthday, calling him her “brother” and praising his remarkable contribution to Indian cinema.

কলকাতা, ২ নভেম্বর: বলিউডের বাদশাহ শাহরুখ খান-এর জন্মদিনে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার সকালে এক্স (প্রাক্তন টুইটার)-এ পোস্ট করে তিনি লেখেন,

Advertisements

“আমার ভাই শাহরুখ খানকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। ভারতীয় সিনেমাকে তাঁর অসাধারণ প্রতিভা ও আকর্ষণীয় ব্যক্তিত্ব দিয়ে আরও সমৃদ্ধ করুন।”

শাহরুখ খানের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বরাবরই আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF) থেকে ইডেন গার্ডেনের কেকেআর ম্যাচ— একাধিক অনুষ্ঠানে তাদের সৌহার্দ্য প্রকাশ্যে এসেছে। ২০২৩ সালের চলচ্চিত্র উৎসবেও শাহরুখ মঞ্চে মমতার হাত ধরে বলেছিলেন, “দিদি আমার নিজের মানুষ।”

   

এদিন মুখ্যমন্ত্রীর পোস্টের পর সামাজিক মাধ্যমে জোয়ার এসেছে শুভেচ্ছাবার্তার। অনেকে লিখেছেন— “দিদি-বাদশাহর এই বন্ধুত্বই বাংলার গর্ব।” আবার কেউ কেউ শাহরুখের কলকাতার সঙ্গে সংযোগের কথাও স্মরণ করিয়েছেন, যেখানে তিনি কেকেআর দলের মালিক এবং শহরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

Advertisements

এদিকে শাহরুখ খান বর্তমানে তাঁর সাম্প্রতিক হিট সিনেমা “জওয়ান”“পাঠান”-এর পরবর্তী প্রজেক্ট নিয়ে ব্যস্ত, তবে ভক্তরা আজ সারাদিন মুম্বইয়ের মান্নাতের বাইরে জড়ো হয়েছেন এক ঝলক দেখতে।

শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলিউডের বহু তারকা ও রাজনীতিকও— তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট বিশেষ মনোযোগ কেড়েছে, কারণ এটি বাংলার প্রতি শাহরুখের গভীর ভালোবাসার প্রতিফলনও বটে।