কলকাতা: শহরে আবারও প্রস্তুত সিনেমার উৎসবে মেতে উঠতে। নভেম্বরের শুরু মানেই কলকাতার সাংস্কৃতিক পরিসরে এক আলাদা উত্তেজনা কারণ এ সময়েই পর্দা ওঠে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival 2025)। প্রতি বছরের মতো এ বছরও উৎসবের আয়োজনে থাকছে একাধিক চমক ও তারকা উপস্থিতি।
আগামী ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত চলবে উৎসবের ৩১তম সংস্করণ। মঙ্গলবার নন্দনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, সঙ্গে ছিলেন তারকা জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, জুন মালিয়া, ইন্দ্রনীল সেন, হরনাথ চক্রবর্তী ও শান্তনু বসু। উপস্থিত সকলেই একবাক্যে বললেন, “কলকাতা চলচ্চিত্র উৎসব মানেই গর্ব, আনন্দ আর একতার প্রতীক।”
এবারের উৎসবে প্রদর্শিত হবে ৩৯টি দেশ থেকে বাছাই করা ২১৫টি সিনেমা, যার মধ্যে ১৮৫টি পূর্ণদৈর্ঘ্যের ও ৩০টি স্বল্পদৈর্ঘ্যের ছবি। সিনেমাগুলি দেখানো হবে ১৮টি ভারতীয় ভাষা ও ৩০টি বিদেশি ভাষায়।
প্রতি বছরের মতো এ বছরও একটি দেশকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে — এবারের ফোকাস কান্ট্রি পোল্যান্ড। পোল্যান্ডের ৩০টি উল্লেখযোগ্য সিনেমা প্রদর্শিত হবে, যা ইউরোপীয় সিনেমার ধারাকে নতুন করে চিনতে সাহায্য করবে।
চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন প্রসিদ্ধ নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। আর উৎসবের সূচনা হবে এক ক্লাসিক বাংলা সিনেমা দিয়ে — উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত ১৯৬১ সালের কালজয়ী ছবি ‘সপ্তপদী’।
মুখ্যমন্ত্রী নিজে উৎসবের আলোচনাচক্রের নাম দিয়েছেন “গানে গানে সিনেমা”, যা সংগীত ও চলচ্চিত্রের সংযোগকে তুলে ধরবে। পাশাপাশি থাকছে দর্শক ও চলচ্চিত্র নির্মাতাদের মিলনমেলা ‘সিনে আড্ডা’, যেখানে প্রতিদিন নানা বিষয়ের উপর আলোচনা হবে।
এই বছরের উৎসবে উদ্যাপন করা হবে বেশ কয়েকজন কিংবদন্তি শিল্পীর শতবর্ষ জন্মবার্ষিকী — ঋত্বিক ঘটক, গুরু দত্ত, সন্তোষ দত্ত, রাজ খোসলা, সলিল চৌধুরী এবং রিচার্ড বার্টন। তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ প্রদর্শনী ও আলোচনা হবে।
এছাড়াও বিশেষ সম্মান জানানো হবে শ্যাম বেনেগাল, ডেভিড লিঞ্চ, অরুণ রায়, রাজা মিত্র এবং শশী আনন্দ-কে। ভারতীয় সিনেমার বৈচিত্র্য ও বৈশ্বিক সংযোগকে নতুনভাবে উপস্থাপন করবে এ বছরের উৎসব। উৎসবের অন্যতম আকর্ষণ হবে ‘সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার’, যা এ বছর দেবেন বিখ্যাত পরিচালক রমেশ সিপ্পি। তিনি বলবেন তাঁর কালজয়ী সিনেমা ‘শোলে’-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ শুধু রাজ্যের নয়, গোটা দেশের গর্ব। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সিনেমা প্রেমীরা এই উৎসবের জন্য প্রতীক্ষা করে থাকেন। KIFF আজ বিশ্ব চলচ্চিত্রের মানচিত্রে এক গর্বিত নাম, আর কলকাতা হয়ে উঠেছে তার প্রাণকেন্দ্র।


