HomeWest BengalKolkata CityTMC : দিদি 'ফোঁস' করতেই বয়ান বদল ভাই বাবুনের, ফেসবুক পোস্টে কী...

TMC : দিদি ‘ফোঁস’ করতেই বয়ান বদল ভাই বাবুনের, ফেসবুক পোস্টে কী জানালেন বাবুন ব্যানার্জি?

- Advertisement -

হাওড়ায় তৃণমূলের প্রার্থী প্রসূন ব্যানার্জি। আর তাঁকে ঘিরেই পারিবারিক মনোমালিন্যের সংক্ষিপ্ত নাটক রচনা হলো ব্যানার্জি পরিবারে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাই বাবুন ব্যানার্জি আজ সকালেই দিদি অর্থাৎ মমতার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন। হওয়ার প্রার্থী নিয়ে তিনি যে অখুশি জানান সেকথাও। শুধু তাই নয়, প্রয়োজনে তিনি নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়তে পারেন বলেও ইঙ্গিত দেন।

অন্যদিকে ভাইয়ের এরূপ আচরণে ক্ষুব্ধ দিদি শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, ভাইয়ের সঙ্গে তিনি সব সম্পর্ক ত্যাগ করছেন। আর এতেই নড়েচড়ে বসেন বাবুন। একদম ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে বাবুন জানান, তিনি বিজেপিতে যাচ্ছেন না, এসব খবর মিথ্যে। পাশাপাশি তিনি নির্দল প্রার্থী হিসেবে লড়বেন বলেও নিজের অবস্থান স্পষ্ট করলেন একটি ফেসবুক ভিডিও করে।

   

বিজেপি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বাবুন কে দলে নিতে আগ্রহী নয় বিজেপি। তাই দিল্লি ছুটেও লাভ হয়নি বাবুনএর। এদিকে ভাইয়ের বিজেপি যোগ মেনে নিয়েছেন মমতাও। সাংবাদিক বৈঠকে মমতার দাবি,’ বাবুন অনেকদিন ধরেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখে। গোটা ব্যানার্জি পরিবার ওর কাজকর্মে ক্ষুব্ধ।’

যদিও ভাই-দিদি দ্বন্দ্বের বিষয়টিকে ‘ ভাই কেনো পর ‘ যাত্রাপালা হিসেবে আখ্যা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, ‘লোকসভা ভোটের আগে তৃণমূলের নতুন যাত্রাপালা।’

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular