“লাল আর গেরুয়া এক হয়ে গেছে, হতে দেও”, গেরুয়া-বামকে একযোগে আক্রমণ মুখ্যমন্ত্রীর

সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি(Mamata Banerjee) কলকাতায় আয়োজিত ঈদগাহ পরিদর্শনকালে বলেন, তাঁর সরকার “দাঙ্গা” প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ।  Advertisements ঈদ-উল-ফিতরের উপলক্ষে তিনি এক সমাবেশে বক্তব্য রাখার সময়…

Mamata Baneerjee

সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি(Mamata Banerjee) কলকাতায় আয়োজিত ঈদগাহ পরিদর্শনকালে বলেন, তাঁর সরকার “দাঙ্গা” প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ। 

Advertisements

ঈদ-উল-ফিতরের উপলক্ষে তিনি এক সমাবেশে বক্তব্য রাখার সময় রাজনৈতিক আক্রমণ এবং বিরোধী দলের সমালোচনায় তীব্র মন্তব্য করেন।তিনি বলেন, “লাল” এবং “গেরুয়া” একসঙ্গে হাত মিলেছে।

Advertisements

মমতা ব্যানার্জি লাল এবং গেরুয়া দলের মধ্যে সম্পর্ক নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “লাল আর গেরুয়া এক হয়ে গেছে। হতে দাও, আমি একাই একশো।” তিনি অবাক হয়ে বলেন যে, একসময় ধর্মনিরপেক্ষতার কথা বলত বাম দল, কিন্তু এখন তারা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে, যাদের তিনি ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করার জন্য দায়ী করেন। মমতা বলেন, “এটা লজ্জার বিষয় যে, একসময় ধর্মনিরপেক্ষতার কথা বলত যে লাল পার্টি, আজ তারা গেরুয়া দলের সঙ্গে এক হয়ে গেছে। হতে দাও, আমি একাই লড়াই করব।”

এদিন, মমতা আরও বলেন, “নবরাত্রি চলছে, আমি সেই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানাই, কিন্তু আমি চাই না কেউ দাঙ্গা তৈরি করুক। সাধারণ মানুষ এসব করে না, এটা রাজনৈতিক দলই করে।” তিনি রাজনৈতিক দলগুলিকে দাঙ্গার জন্য দায়ী করে মন্তব্য করেন, “গণমানুষ কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করে না, কিন্তু রাজনৈতিক দলগুলি এগুলো তৈরি করে।”

বিজেপি এবং বাম দলকে একযোগে আক্রমণ করে মমতা বলেন, “রাম আর বাম একসঙ্গে টিকিট কেটে এসে আমাকে প্রশ্ন করছে, ‘তুমি কি হিন্দু?’ আমি তাদের বলেছি, ‘আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রীষ্টান, আমি শিখ, আমি ভারতীয়। তুমি কী করতে পারবে?'”

বিজেপির প্রতি এক ক্ষোভপূর্ণ আক্রমণে মমতা বলেন, “আমি রামকৃষ্ণ এবং বিবেকানন্দের ধর্ম মানি, কিন্তু আমি কখনোই তাদের নোংরা রাজনীতি মেনে নেব না, যারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে। তারা হিন্দু ধর্মের বিরুদ্ধে। সব হিন্দু আপনার বিরুদ্ধে নয়, সব খ্রীষ্টানও আপনার বিরুদ্ধে নয়। কয়েকজন রাজনৈতিক নেতা ধর্ম নিয়ে ব্যবসা করছেন, তাদের দোকান আমি বন্ধ করে দেব।”

মমতা ব্যানার্জি স্পষ্ট করে বলেন, তিনি ধর্মনিরপেক্ষতার পক্ষে এবং রাজ্যে ধর্মীয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবেন। তাঁর বক্তব্য থেকে পরিষ্কার, তিনি পশ্চিমবঙ্গে শান্তি এবং ঐক্য রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ, এবং তিনি একাই এই যুদ্ধ চালিয়ে যাবেন।