মঙ্গলেই নির্বাচন কমিশন আক্রমণে আদালতমুখী মমতা

mamata-banerjee-move-court-against-sir-process

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)আজ সাগরদ্বীপে মুড়ি গঙ্গায় সেতু উদ্বোধনে বিস্ফোরক ঘোষণা করেছেন। আগামীকাল, অর্থাৎ মঙ্গলবারই তিনি রাজ্যে চলতি স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR প্রক্রিয়ার বিরুদ্ধে আদালতে যাচ্ছেন। তাঁর অভিযোগ, এই ভোটার তালিকা সংশোধনের নামে যে ‘অমানবিক’ আচরণ করা হচ্ছে, তাতে ভয়, হয়রানি এবং প্রশাসনিক স্বেচ্ছাচারিতার কারণে অনেকে মারা গিয়েছেন, অনেকে হাসপাতালে ভর্তি।

“এই অমানবিকতা এবং এত মানুষের মৃত্যুর জন্য আমরা কালই আদালতে যাচ্ছি,” বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।সাগরদ্বীপের গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে আজকের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় SIR প্রক্রিয়াকে ‘কমিশনের আক্রমণ’ বলে অভিহিত করেছেন। তাঁর দাবি, নির্বাচন কমিশনের এই বিশেষ সংশোধনী কার্যক্রমের নামে লক্ষ লক্ষ সাধারণ ভোটারকে হয়রানি করা হচ্ছে।

   

ডোমিসাইল নিয়ে জটিলতা বন্ধ হোক, প্রশাসনকে নিশানা করলেন শুভেন্দু

শুনানির নোটিস পেয়ে বয়স্ক মানুষ, অসুস্থরা দূর-দূরান্তের বুথ অফিসে যেতে বাধ্য হচ্ছেন। প্রয়োজনীয় নথি না থাকলে বা শুনানিতে না যেতে পারলে নাম কেটে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এই চাপ সহ্য করতে না পেরে অনেকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, অনেকে হাসপাতালে। মুখ্যমন্ত্রী বলেন, “এটা ভোটার তালিকা পরিষ্কার করা নয়, এটা মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র।”

রাজ্যে চলতি SIR প্রক্রিয়া গত নভেম্বর থেকে শুরু হয়েছে। নির্বাচন কমিশনের দাবি, এটি ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সঠিক ও পরিষ্কার করার প্রয়োজনীয় পদক্ষেপ। খসড়া তালিকায় প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়েছে মৃত, স্থানান্তরিত বা ডুপ্লিকেট হিসেবে।

আবার প্রায় ৩১ লক্ষ ভোটারকে ‘আনম্যাপড’ চিহ্নিত করা হয়েছে। এদের শুনানিতে ডেকে প্রমাণপত্র দেখতে বলা হচ্ছে। কিন্তু তৃণমূলের অভিযোগ, এই প্রক্রিয়ায় বিজেপি-প্রভাবিত প্রশাসন এবং বুথ লেভেল অফিসাররা সাধারণ মানুষকে ইচ্ছাকৃতভাবে হয়রানি করছেন।

বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এবং তৃণমূল সমর্থকদের টার্গেট করা হচ্ছে।মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাগরদ্বীপে বলেছেন, “একজন বৃদ্ধাকে ১০ কিলোমিটার হেঁটে শুনানিতে যেতে বলা হয়েছে। অসুস্থ মানুষকে নোটিস ধরিয়ে দেওয়া হয়েছে। এতে অনেকে মারা গিয়েছেন।

এটা কি মানবিক?” তিনি আরও অভিযোগ করেন যে, কেন্দ্রীয় পর্যবেক্ষকরা এসে প্রশাসনকে চাপ দিচ্ছেন। শুনানির সংখ্যা এত বেশি যে বুথ অফিসগুলোতে লম্বা লাইন পড়ে যাচ্ছে। অনেকে দিনের পর দিন অপেক্ষা করেও শুনানি দিতে পারছেন না।

ফলে নাম কেটে যাওয়ার ভয়ে মানসিক চাপে ভুগছেন।তৃণমূলের তরফে ইতিমধ্যে একাধিকবার এই প্রক্রিয়ার বিরুদ্ধে সরব হয়েছে। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, “এটা গণতন্ত্রের উপর আক্রমণ। লক্ষ লক্ষ ভোটারের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।” আজ মমতার ঘোষণার পর দলের নেতা-মন্ত্রীরা আরও সরব হয়েছেন। আইনমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, আদালতে যাওয়ার জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। সম্ভবত কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হবে। মামলায় SIR প্রক্রিয়া স্থগিত এবং মৃত্যু ও হয়রানির ঘটনায় তদন্তের দাবি করা হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন