বাংলার শান্তি-সুখের প্রার্থনায় বাড়ির পুজোয় মমতা বন্দ্যোপাধ্যায়

West Bengal CM Mamata Banerjee observes Kali Puja at her residence, continuing her decades-long tradition with fasting, bhog preparation, and prayers for peace, health, and happiness.

কালীপুজোর শুভক্ষণে আবারও নিজের ঐতিহ্য ধরে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরের মতো এ বছরও তিনি নিজের বাড়িতে কালীপুজো পালন করলেন গভীর ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে। বহু দশক ধরে চলে আসা এই ব্যক্তিগত আচার তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ।

Advertisements

মুখ্যমন্ত্রী এক্স (টুইটার)-এ লিখেছেন, “বিশ্বাস সবসময়ই আমার কাছে নীরব শক্তির উৎস। সন্দেহের মুহূর্তে সাহস যোগায়, কষ্টের সময়ে দয়া জাগায়। কালীপুজো সেই বিশ্বাসেরই প্রতিফলন।”

তিনি জানান, প্রতিবছরের মতো এবারও উপবাস থেকে শুরু করে মায়ের জন্য ভোগ প্রস্তুত করেছেন তিনি নিজেই। মায়ের কাছে প্রার্থনা করেছেন বাংলার মানুষ ও দেশের প্রতিটি পরিবারের শান্তি, স্বাস্থ্য ও সুখের জন্য।

মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “মায়ের অশেষ কৃপা আমাকে আনন্দ ও দুঃখ—দুটো সময়েই শক্তি জুগিয়েছে। আজও তাঁর চরণে মাথা নত করে প্রার্থনা করি, মা যেন অন্ধকার দূর করে আলোর পথে আমাদের এগিয়ে নিয়ে যান।”

Advertisements

প্রতিবছরের মতো এবারও কালীপুজো উপলক্ষে তাঁর বাড়িতে উপস্থিত ছিলেন অনেক অনুগামী ও শুভাকাঙ্ক্ষী। তাঁদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

শেষে তিনি সমগ্র বাংলার মানুষকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা: “শুভ কালীপুজো। মা কালী সবার জীবনে শক্তি, সম্প্রীতি ও আশা বয়ে আনুন।”