HomeWest BengalKolkata Cityজয়ী প্রার্থীদের তলব কালীঘাটে, জানুন কেন

জয়ী প্রার্থীদের তলব কালীঘাটে, জানুন কেন

- Advertisement -

শনিতে জয়ী প্রার্থীদের নিয়ে জরুরী বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো। লোকসভা ভোটের ফলপ্রকাশের পরেই ফের কোমড় বেঁধে মাঠে নামার প্রস্ততি নিচ্ছে ঘাসফুল শিবির। সূত্র মারফত জানা গিয়েছে আগামী শনিবার কালীঘাটে জয়ী প্রার্থীদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই দিন ওই বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করা হবে বলে খবর শুধু তাই নয় আগামীদিনে তৃণমূল কী কর্মসূচী নেবে সেই নিয়েও কথা হতে পারে।

প্রসঙ্গত এইবার তৃণমূলেরজয়ী প্রার্থীদের মধ্যে রাজ্যের এক জন মন্ত্রী রয়েছেন। রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিককে ব্যারাকপুরে লড়তে পাঠিয়েছিলেন মমতা, অভিষেক। তিনি জিতেছেন। এ ছাড়া,বেশ কয়েক জন বিধায়কও লোকসভায় জয়ী হয়েছেন। সাংসদ পদে থাকতে গেলে বিধায়ক হিসাবে তাঁদের পদত্যাগ করতে হবে। সুতরাং,তাঁদের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে, তা নিয়ে শনিবারের বৈঠকে আলোচনা করতে পারেন দলের নেত্রী এবং সেনাপতি।

   

২০১৯ সালে লোকসভা নির্বাচনে ২২ আসন জিতেছিল তৃণমূল। এইবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ২৯। ধরাশায়ী হয়েছে বিজেপি। একটি মাত্র আসন পেয়ে মান বাঁচিয়েছেন কংগ্রেস। অন্যদিকে খাতায় খুলতে পারেনি সিপিএম। জানা গিয়েছে তৃণমূলের ফলাফল নিয়েও আলোচনা হতে পারে। বুধবার দিল্লিতে বৈঠকে বসছে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’। দলের শরিকেরা ইতিমধ্যেই রাজধানীতে পৌঁছতে শুরু করেছেন। ‘ইন্ডিয়া’র ওই বৈঠকে ডাক পেয়েছে জোটের অন্যতম শরিক তৃণমূলও। দলের প্রতিনিধি হিসাবে বৈঠকে যোগ দিতে বুধবারই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন অভিষেক।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular