HomeWest BengalKolkata CityLoksabha election 2024: 'জনগণের আদালতে বিচার হবে' বলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করলেন...

Loksabha election 2024: ‘জনগণের আদালতে বিচার হবে’ বলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করলেন মমতা

- Advertisement -

শুক্রবার তুফানগঞ্জের সভা থেকে প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নাম না করে তাঁকে কটাক্ষ করে বলেন, ” দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কী করলেন, তারপর তৃণমূলের বিরুদ্ধে গালাগালি দিয়ে বেড়াচ্ছে।” এখানেই শেষ নয় তিনি আরও দাবি করেন, ”আপনি বিচার দিয়ে অনেক ছেলেমেয়ের চাকরি খেয়েছেন। এবার আপনার বিচার করুক জনগণ। এবার জনগণ আপনার চাকরি খাবে, বিচার দিয়ে। এটা জনগণের আদালত।”

প্রসঙ্গত উত্তরবঙ্গে টানা সভা করছেন তৃণমূল সুপ্রিমো। এদিনের সভা থেকে মোদি সরকারের সিএএ নিয়েও সরব হন মমতা৷ আবারও জনসাধারণকে ‘সাবধান’ করে দেন তিনি। গর্জে উঠেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। তিনি বলেন, আপনারা বাংলাকে ঘৃণা করেন। আপনারা বাংলাকে বঞ্চিত করে রেখেছেন। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে অত্যাচার করছেন।”

   

এইদিন তুফানগঞ্জের নাগুর হাট হাই স্কুলের মাঠে সভা থেকে তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে বলেন , ” আমি ওর বিরুদ্ধে এক জন ছাত্রনেতাকে দাঁড় করিয়েছি। দেবাংশু ছুটিয়ে বেড়াক।”

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular