কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে বদলি করা হচ্ছে: মুখ্যমন্ত্রী

Kolkata Police Commissioner Vineet Goyal

আরজি কর হাসপাতালের চিকিৎসক খুন-ধর্ষণের সঠিক তদন্তের দাবিতে জুনিয়র ডাক্তারদের তীব্র আন্দোলনে পিছু হটলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চাপের মুখে নজিরবিহীন সিদ্ধান্ত নিল তৃ়ণমূল সরকার। সরানো হল কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে (Vineet Goyal) বলে জানালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর মুখ্যমন্ত্রী কলকাতার পুলিশ কমিশনারকে সরানোর দাবি মেনে নেন। বৈঠক ইতিবাচক বলে জানান জুনি়য়র চিকিৎসকরা।

Advertisements

বিকেল ৫টায় বৈঠকের সময় নির্ধারিত হয়। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শুরু হয় বৈঠক। রাত পৌনে ন’টা নাগাদ শেষ হয় বৈঠক। জুনিয়র চিকিৎসকদের প্রতি মুখ্যমন্ত্রীর আবেদন আপনারা প্লিজ় কাজে ফিরুন। আপনাদের তিনটে দাবি মেনে নিয়েছি। দায়বদ্ধতা দুই পক্ষেরই। অনেক মানুষ মারা যাচ্ছেন। মানুষের কাছে ডাক্তার ভগবান। তাই আপনারা কাজে ফিরুন।   মমতা জানান, মঙ্গলবার বিকেলে নতুন সিপি নিয়োগ করা হবে। তিনি বলেন, ডিসি নর্থ, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদাধিকারীদেরও বদল হবে।

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা জানালেন, “কিছু মিল, কিছু অমিল। কিছু সদর্থক আলোচনা। কিছু জিনিস মানা হয়েছে। অনেক কিছু নিয়েই আলোচনা হয়নি। আমরা ধরনা মঞ্চে বলব।” 

Advertisements

বৈঠকে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।