Kolkata: নোনাপুকুরে আগুন, চলছে উদ্ধারকাজ

representative fire image

ফের বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বাড়ি।নোনাপুকুরে একটি বাড়িতে আগুন। বাড়ির মধ্যে কয়েকজনের আটকে থাকার আশঙ্কা, ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন। দমকলের প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে।

Advertisements

দমকল সূত্রে জানা গিয়েছে, ল্যাডারে করে বাড়ি থেকে ৫ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও কেউ আটকে কি না, সেই বিষয়ে খতিয়ে দেখছে দমকল। প্রাথমিক ভাবে দমকলের অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, রবিবার বিকেলের দিকে আগুন লাগে। বহু পুরনো বাড়ি, সেখানে শর্ট সার্কিট থেকে আগুন লাগা অস্বাভাবিক নয়, মনে করছেন তাঁরা। উদ্ধার করা ৫ জনের মধ্যে ২ শিশুও রয়েছে জানা গিয়েছে। বাড়িতে আটকে পড়া ৫ জনকে বড় মই লাগিয়ে নামিয়ে আনা হয়।

Advertisements

ভয়াবহ আকার নিয়েছিল এই বিশাল আগুন। এখনও বাড়ির ভিতর কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানিয়েছেন, আমাদের লোকেরা কাজ করছে, বাকিটা পরে বলছি, এখন ৫টা ইঞ্জিন কাজ করছে। পরে প্রয়োজনে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।’ দমকলকর্মীরা প্রাণপণে চেষ্টা করছে যেন, কোনও মতেই আগুন ছড়িয়ে না পড়ে।