ভাইফোঁটায় মেট্রো সূচিতে রদবদল, কমবে ট্রেন

Kolkata Metro increases Yellow Line frequency and extends operation hours

কলকাতা: ভাইফোঁটার উৎসবে এবার কিছুটা পরিবর্তিত চেহারায় হাজির হচ্ছে কলকাতা মেট্রো রেল (Kolkata Metro)। উৎসবের দিন শহরের রাস্তাঘাটে যেমন যানজটের আশঙ্কা থাকে, তেমনই মেট্রোতেও থাকে যাত্রীদের চাপের ওঠানামা। সেই পরিস্থিতি সামলাতেই বিশেষ পরিকল্পনা নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। জানা গেছে, ভাইফোঁটার দিন অর্থাৎ বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ কলকাতা মেট্রোর ব্লু লাইন এবং সবুজ লাইন-এর সূচিতে বড় পরিবর্তন আনা হয়েছে।

Advertisements

ব্লু লাইন (দক্ষিণেশ্বর – শহীদ ক্ষুদিরাম):

   

সাধারণ দিনে ব্লু লাইনে মোট ২৭২টি ট্রেন চলাচল করে, তবে ভাইফোঁটার দিন ১৮২টি ট্রেন (৯১টি আপ ও ৯১টি ডাউন) চালানো হবে। অর্থাৎ প্রায় ৯০টি পরিষেবা কম থাকবে।

প্রথম পরিষেবা:

সকাল ০৬:৫০-এ নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম (কোনও পরিবর্তন নেই)

সকাল ০৬:৫৪-এ শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (কোনও পরিবর্তন নেই)

সকাল ০৬:৫৫-এ মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর (কোনও পরিবর্তন নেই)

সকাল ০৬:৫৫-এ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম (কোনও পরিবর্তন নেই)

শেষ পরিষেবা:

রাত ২১:২৮-এ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম (কোনও পরিবর্তন নেই)

রাত ২১:৩২-এ শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (কোনও পরিবর্তন নেই)

রাত ২১:৪৪-এ শহীদ ক্ষুদিরাম থেকে দমদম (কোনও পরিবর্তন নেই)

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ও শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকবে। তবে দিনের মধ্যভাগে ট্রেনের ব্যবধান কিছুটা বাড়ানো হবে। যাত্রীদের অনুরোধ করা হয়েছে আগেভাগে যাত্রা শুরু করার জন্য।

সবুজ লাইন (হাওড়া ময়দান – সল্টলেক সেক্টর ফাইভ):

Advertisements

সবুজ লাইন বা ইস্ট-ওয়েস্ট করিডরেও কমবে ট্রেনের সংখ্যা। সাধারণ দিনে যেখানে ২২৬টি মেট্রো চলে, ভাইফোঁটার দিন ১৪৮টি ট্রেন (৭৪টি আপ এবং ৭৪টি ডাউন) চলবে।

প্রথম পরিষেবা:

সকাল ০৬:৩০-এ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ (কোনও পরিবর্তন নেই)

সকাল ০৬:৩২-এ সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান (কোনও পরিবর্তন নেই)

শেষ পরিষেবা:

রাত ২১:৪৫-এ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ (কোনও পরিবর্তন নেই)

রাত ২১:৪৭-এ সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান (কোনও পরিবর্তন নেই)

এ ক্ষেত্রেও দিনের বেলায় পরিষেবার ব্যবধান কিছুটা বেশি থাকবে। ফলে অফিসগামী বা বাজার করতে বেরোনো যাত্রীরা সময়মতো ট্রেন ধরার পরিকল্পনা করে নিন, এমনটাই পরামর্শ দিয়েছে মেট্রো রেল।

অন্য রুটে স্বাভাবিক পরিষেবা:

ভাইফোঁটার দিনে হলুদ লাইন (নিউ গড়িয়া – এয়ারপোর্ট), কমলা লাইন (তপসিয়া – সিটি সেন্টার) এবং বেগুনি লাইন (বেলঘরিয়া – বরাহনগর)-এ পরিষেবা স্বাভাবিক থাকবে। এই তিন রুটে কোনও পরিবর্তন আনা হয়নি।

কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ভাইফোঁটার দিনে রিয়েল-টাইম মেট্রো আপডেট ও ট্রেনের সময়সূচি জানতে যাত্রীরা Metro Railway Kolkata-র অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারেন। একই সঙ্গে স্টেশনগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা ও সহায়তা কর্মী রাখা হবে যাতে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন হয়।

মেট্রোরেল সূত্রে আরও জানা গেছে, উৎসবের দিনে শহরের কিছু অংশে যাত্রী কম থাকার কারণে এই অস্থায়ী পরিবর্তন আনা হয়েছে। তবে প্রয়োজনে অতিরিক্ত ট্রেন চালানোরও ব্যবস্থা থাকবে।