HomeWest BengalKolkata Cityদেবীপক্ষের সূচনালগ্নে মুখ্যমন্ত্রীর হাত ধরেই খুলবে এই মন্ডপের দ্বার

দেবীপক্ষের সূচনালগ্নে মুখ্যমন্ত্রীর হাত ধরেই খুলবে এই মন্ডপের দ্বার

- Advertisement -

আরজি কর আবহকে দূরে সরিয়ে উৎসবে ফেরার ডাক বহুদিন আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রত্যেক বছরের মতো এবছর তাঁর হাত ধরেই উদ্বোধন হবে বহু মন্ডপ৷ আর মাত্র কয়েকদিনের অপেক্ষা৷ পুজোর প্রস্তুতি (Durga Puja 2024) এখন তুঙ্গে৷ তারপরেই মহালয়া৷ দেবীপক্ষের সূচনা৷ এরপরই সকলে দুর্গোৎসবের আনন্দে মেতে উঠবেন। প্রতি বছরের মতো এবারও পুজোর উদ্বোধনে থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর,মহালয়ার আগের দিন থেকে পুজোর উদ্বোধন শুরু করবেন তিনি। সব ঠিক থাকলে মহালয়ার আগের দিন লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপ খুলে যাবে তাঁর হাত ধরে। তারপর থেকে বহু পুজো মন্ডপ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী৷ এবছর শ্রীভূমির মণ্ডপ তৈরি হচ্ছে বিখ্যাত তিরুপতি মন্দিরের আদলে।

   

আরজি কর আবহ নিয়ে সকলের মুখেই একটাই শব্দ শোনা যাচ্ছিল তা হল তিলোত্তমার বিচার চাই৷ এরপর মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবে ফেরার বার্তা দিয়েছিলেন৷ এখন প্রায় দোরগোড়ায় হাজির দুর্গাপুজো৷ সকলের কেনাকাটা থেকে শুরু করে প্রতিমার সজ্জা সব কাজই প্রায় তুঙ্গে৷

তবে সপ্তাহান্তে আবহাওয়ার একটু উন্নতি হতেই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়বেন আমজনতা৷ পাশাপাশি দেবীপক্ষের সূচনালগ্নে মুখ্যমন্ত্রীর হাত ধরে এবছরও কলকাতার বিখ্যাত পুজো মণ্ডপগুলির দুয়ার খুলে যাবে দর্শনার্থীদের জন্য। এবং তা মহালয়ার আগে থেকেই। এবার মুখ্যমন্ত্রী শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দিয়ে শুরু করছেন পুজোর উদ্বোধন। ১ অক্টোবর সূচনা হচ্ছে শ্রীভূমির পুজোর। সম্ভবত তার পর থেকেই দর্শনার্থীদের খলে যাবে মন্ডপের দরজা৷

শ্রীভূমির পুজো মানেই সেখানে থাকে থিমের ছড়াছড়ি৷ কখনও ডিজনিল্যান্ড, কখনও ভ্যাটিকান সিটি, আবার কখনও বুর্জ খলিফার  মতো মণ্ডপ তৈরি করে  সকলকে একেবারে তাক লাগিয়ে দিন৷ এবারও তার অন্চযথা হয়নি তা বলাই চলে৷ এবার সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে এবার তাদের থিম অন্ধ্রের তিরুপতি মন্দির। এবারও তা দর্শকদের নজর কাড়বে সে বিষয়ে নিশ্চিত। আর শারদোৎসবের সূচনা শ্রীভূমি দিয়েই শুরু করছেন মুখ্যমন্ত্রী। ১ অক্টোবর অর্থাৎ আগামী মঙ্গলবার তার উদ্বোধন।

 

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular