HomeWest BengalKolkata CityLoksabha election 2024: এবার এজেন্সির ডিরেক্টরদের ভোটে দাঁড়ানোর পরামর্শ অভিষেকের

Loksabha election 2024: এবার এজেন্সির ডিরেক্টরদের ভোটে দাঁড়ানোর পরামর্শ অভিষেকের

- Advertisement -

প্রথম দফার লোকসভা ভোটের আর বেশিদিন দেরি নেই। বাংলায় চার আসনে এখনও প্রার্থী দিতে পারেনি গেরুয়া শিবির। তার মধ্যে অন্যতম অভিষেকের কেন্দ্র ডায়মন্ডহারবার। ডায়মন্ডহারবারের জন্য বেশ কয়েকটি নাম হাওয়ায় ভাসলেও এখনও শিলমোহর দিতে পারেনি বিজেপি। অনুব্রত মণ্ডল তিহার জেলে থাকলেও তাঁর গড় বীরভূমেও প্রার্থী ঘোষণা করেনি পদ্ম শিবির। এছাড়াও ঝাড়গ্রাম ও আসানসোল কেন্দ্রেও প্রার্থী দেয়নি বিজেপি। তৃণমূলের অনেক মুখপাত্রই এই নিয়ে বাংলার বিজেপি নেতাদের কটাক্ষ করতে বিলম্ব করেনি। তৃণমূল নেতা কুণাল ঘোষ একবার কটাক্ষ করে বলেছিলেন, “দেওয়াল লেখা তো শেষ। এবার তো প্রার্থীর নাম লেখার জন্য দেওয়াল পাবে না বিজেপি।”

এবার মথুরাপুরের সভায় দাঁড়িয়ে সরাসরি প্রার্থী দেওয়া নিয়ে মোদী-শাহ জুটিকে আক্রমণ শানালেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, কেন্দ্রীয় এজেন্সির ডিরেক্টরদের দিলেন ভোটে দাঁড়ানোর পরামর্শও। অভিষেকের কটাক্ষ, “যে চার আসন ফাঁকা রয়েছে সেখানে ইডি, সিবিআই-এর ডিরেক্টরদের টিকিট দিক বিজেপি। সামনা সামনি লড়াই হবে।”

   

কেন্দ্রীয় সরকারের কথায় ওঠে বসে এজেন্সিগুলি। এজেন্সিগুলিকে কাজে লাগিয়ে বিরোধীদের মুখ বন্ধ করছে বিজেপি। এই অভিযোগে বারবার সরব হয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জেলে যাওয়া নিয়েও একই অভিযোগ শানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। যদিও অভিষেকের কথার পাল্টা জবাবও দিয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য। শমীকের কটাক্ষ, “অনেক তো হল ইডি, সিবিআই। তৃণমূল এবার অন্য কিছু তো বলুক। যে বাচ্চা এখনও ভূমিষ্ঠ হয়নি সেও বোধহয় ইডি, সিবিআই-এর গল্প জেনে গিয়েছে।”

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular