HomeWest BengalKolkata Cityআরও বিপাকে সন্দীপ ঘোষ, আরজি কর-এ দুর্নীতিকাণ্ডে প্রথম FIR সিবিআই-র

আরও বিপাকে সন্দীপ ঘোষ, আরজি কর-এ দুর্নীতিকাণ্ডে প্রথম FIR সিবিআই-র

- Advertisement -

কলকাতা: আরজি কর-কাণ্ডে আরও বিপাকে সন্দীপ ঘোষ। নতুন করে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে ময়দানে নামল সিবিআই (CBI ) বলে খবর। দায়ের হল মামলা।

সিবিআই সূত্রে খবর, কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা। এফআইআর দায়ের করে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করে সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশে শনিবার সকালে নিজাম প্যালেসে সিবিআই দফতরে গিয়ে সমস্ত নথি হস্তান্তর করে সিট।

   

এদিকে সেই নথি হাতে পেয়েই এফআইআর দায়ের করে সিবিআই। সিবিআই ইতিমধ্যেই আলিপুর সিজেএম আদালতে আজকের এফআইআরের রিপোর্ট জমা দেওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। এদিকে আজ দুপুর থেকেই ভারী বৃষ্টির মধ্যেই কলকাতায় আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন ডিওয়াইএফআই কর্মীরা।

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাঁর পলিগ্রাফ টেস্টও করা হচ্ছে। অভিযুক্ত সঞ্জয় রায় সম্পর্কে প্রতিদিনই নতুন নতুন তথ্য উঠে আসছে। এদিকে ৯ আগস্ট মধ্যরাতের সিসিটিভি ফুটেজ দেখে কিছু তথ্য বেরিয়ে এসেছে। গত ৯ আগস্ট রাতে ৩১ বছর বয়সী এক শিক্ষানবিশ চিকিৎসক ধর্ষণের শিকার হন।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ৯ আগস্ট মধ্যরাতে মেডিক্যাল কলেজে ঢোকেন সঞ্জয় রায়। অভিযুক্তের গলায় ব্লুটুথ ইয়ারফোন। একই সঙ্গে প্রশিক্ষণার্থী চিকিৎসকের মরদেহ থেকে একটি ব্লুটুথ ইয়ারফোনও উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার করা হয়েছে সঞ্জয় রায়কে।

সিসিটিভি ক্যামেরার ফুটেজ অনুযায়ী, রাত ১টা ৩ মিনিট নাগাদ হাসপাতালে ঢোকে অভিযুক্ত সঞ্জয়। একই সঙ্গে হাসপাতালের সিস্ট ওয়ার্ডের সিসিটিভি ক্যামেরার ফুটেজে আরও চার জুনিয়র ডাক্তারও শিক্ষানবিশ চিকিৎসকের দিকে ভুল চোখে তাকাচ্ছিলেন। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, সঞ্জয় রায়ও ওই শিক্ষানবিশ চিকিৎসকের দিকে তাকিয়ে ছিলেন। 

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular