HomeWest BengalKolkata City৩ সপ্তাহজুড়ে হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন, দেখুন তালিকা

৩ সপ্তাহজুড়ে হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন, দেখুন তালিকা

- Advertisement -

হাওড়া শাখায় বাতিল একাধিক ট্রেন (Local Train Cancelled)। রেল সূত্রে খবর, ১৫, ১৭, ২০, ২২, ২৪, ২৭, ২৯ ও ৩১ জুলাই এবং ৩, ৫ ও ৭ অগস্ট বেশ কয়েকটি লোকাল বাতিল করা হবে। এছাড়াও ওই দিনগুলিতে কয়েকটি ট্রেন যাত্রাপথে নিয়ন্ত্রণ করা হবে। এর ফলে মূলত সমস্যায় পড়বেন কাটোয়া-হাওড়া লাইনের যাত্রীরা।

রেল সূত্রে জানা গিয়েছে, ১৫, ১৭, ২০, ২২, ২৪, ২৭ ,২৯ ও ৩১ জুলাই এবং ৩, ৫ ও ৭ অগস্ট আপ ব্যান্ডেল-কাটোয়া লোকাল ৩৭৭৫১ (১৪:৩৫) ও ডাউন কাটোয়া-ব্যান্ডেল লোকাল ৩৭৭৪৬ (১১:১০) ট্রেন বাতিল থাকবে। অবশ্য এই দিনগুলিতে যাত্রীদের কথা ভেবে বিশেষ উদ্যোগ নিয়েছে রেল।

   

উপরে উল্লিখিত দিনগুলিতে ৩৭২৯৪ (১৪:৪৫) ডাউন কাটোয়া-হাওড়া গ‍্যালোপিং পথিমধ্যে ২০ মিনিট নিয়ন্ত্রিত করা হবে। ৩৭৯১৭ (১২:১০) আপ হাওড়া-কাটোয়া লোকাল ১৫, ১৭ এবং ২০ জুলাই পথিমধ্যে ১০ মিনিট নিয়ন্ত্রিত হবে। আগামী ৩১ জুলাই ও ৩ অগস্ট এই ট্রেনটি পথিমধ্যে ২০ মিনিট নিয়ন্ত্রিত করা হবে।

কমবে ভিড়, শিয়ালদহের যাত্রীদের জন্য বিরাট সিদ্ধান্ত নিল রেল

লোকাল ট্রেন চলাচলে এই বিঘ্ন ঘটার জন্য রেলের তরফে আগাম দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে এই কয়েকদিন যাত্রীদের বিকল্প পরিবহণ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। রেলের আধিকারিকদের মতে, দুপুরের দিকে যাত্রীদের চাপ কিছুটা কম থাকে। সেই কারণেই ওই নির্দিষ্ট দিনগুলিতে দুটি করে ট্রেন বাতিল করা হয়েছে।

মানিকতলায় বিরাট ব্যবধানে জয়ের তোফা, তৃণমূলে আরও বড় দায়িত্বে কুণাল ঘোষ

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular