CPIM: ধর্ষণ হুমকি দেওয়া তৃণমূল অধ্যাপক রাজদীপ মাইতিকে বেদম মার বাম পড়ুয়াদের

বামপন্থী সমর্থক পড়ুয়াদের হাতে বেদম মার খেয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন তৃণমূলপন্থী অধ্যাপক নেতা রাজদীপ মাইতি। শনিবার তাকে যখন কলকাতার রাজপথে ঘিরে বেদম মারধর করা হচ্ছে তখন কোনও তৃণমূল সমর্থক রক্ষা করতে আসেনি। ওই অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ, তিনি বেছে বেছে বামপন্থী (CPIM) নেত্রীদের ছবিসহ অশ্লীল ইঙ্গিত করতেন।

Advertisements

রাজদীপ মাইতি তৃণমূলের অধ্যাপক সংগঠনের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছে বামপন্থী সংগঠনের পড়ুয়ারা। তাদের অভিযোগ, সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি, দিপ্সীতা ধর, ঐশী ঘোষসহ বিভিন্ন বাম নেত্রী ও বামপন্থী মহিলা সমর্থকদের লাগাতার ধর্ষণের হুমকিদাতা রাজদ্বীপ মাইতি।

   

রবিবার কলেজ স্ট্রিটে ওই অধ্যাপককে ঘিরে ধরে কয়েকজন যুবক। শুরু হয় মারধর। ভয়ে কাঁপছিলেন রাজদীপ মাইতি। সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ তুলছেন কয়েকজন যুবক। এক মহিলা এসে সপাটে চড় থাপ্পড় মারছেন। মাঝে মধ্যে ওই অধ্যাপককে মারছে আরও কয়েকজন যুবক। তার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হবে বলে জানানো হয়।

Advertisements

রাজদীপ মাইতি কলকাতার সিটি কলেজ অব কমার্স অ্যান্ড বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশনের একজন শিক্ষক। তিনি গণিত বিষয়ের অধ্যাপক এবং শাসক দল তৃণমূলের সংগঠন ওয়েবকুপা (পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি) সদস্য। তার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য ও কাজের অভিযোগ রয়েছে। অভিযোগ, শাসক দলের ছত্রছায়ায় তিনি ক্রমাগত বামপন্থী নেত্রীদের ধর্ষণের হুমকি দেন।