লালবাজারে বড় সিদ্ধান্ত, বদলি ২১ ইন্সপেক্টর

BJP Fact-Finding Team Arrives at Lalbazar to Meet CP, Permission Denied to Meet Chief Secretary

কলকাতা: লালবাজারে (Lalbazar) ফের বড়সড় বদলির নির্দেশ জারি করা হয়েছে। শহরের বিভিন্ন থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও দৃঢ় করা, প্রশাসনিক কাজের গতি বাড়ানো এবং প্রতিটি থানায় অভিজ্ঞ আধিকারিকদের সমন্বয় স্থাপন করার লক্ষ্যেই একযোগে ইন্সপেক্টর পদমর্যাদার ২১ জন অফিসারকে নতুন দায়িত্বে পাঠানো হয়েছে বলে পুলিশ শীর্ষমহলের সূত্রে জানা গিয়েছে।

Advertisements

এই বদলি তালিকা প্রকাশের পরই লালবাজারে কর্মচাঞ্চল্য তৈরি হয়েছে। একাধিক ব্যস্ত থানা যেমন টালিগঞ্জ, ট্যাংরা, উল্টোডাঙা, মুচিপাড়া, মানিকতলা সহ বহু গুরুত্বপূর্ণ থানায় নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। পুলিশ কর্তাদের মতে, এই বদলির ফলে প্রতিটি থানার কাজের গুণগত মান, নজরদারি এবং গতি আরও উন্নত হবে।

   

প্রশাসনিক নথি অনুযায়ী, মানিকতলা থানার অতিরিক্ত ওসি বীরেশ্বর রায়কে তালতলা থানার নতুন ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে। ব্যস্ত বাজার এলাকা, ব্যবসায়িক অঞ্চল এবং জনসমাগমপূর্ণ জায়গায় তাঁর অভিজ্ঞতা কাজে আসবে বলে লালবাজার কর্তৃপক্ষ মনে করছে।

অন্যদিকে, সিঁথি থানার অতিরিক্ত ওসি মণীশ মজুমদারকে পাঠানো হয়েছে উল্টোডাঙা থানার ওসি পদে। উল্টোডাঙা অঞ্চলে ট্রাফিক চাপ থেকে শুরু করে অপরাধ চক্রের গতিবিধি সব মিলিয়ে এলাকাটি অত্যন্ত চ্যালেঞ্জিং। সেখানে অভিজ্ঞ অফিসার নিয়োগের ফলে টহল আরও জোরদার হবে।

টালিগঞ্জ থানায় বড় পরিবর্তন হয়েছে। ওই থানার অতিরিক্ত ওসি রাজীব চট্টোপাধ্যায়কে ওসি পদে উন্নীত করা হয়েছে। দক্ষিণ কলকাতার এই গুরুত্বপূর্ণ থানায় রাতের টহল ব্যবস্থা, মহিলা নিরাপত্তা নজরদারি এবং অপরাধ প্রতিরোধ সব ক্ষেত্রেই তাঁর নেতৃত্বে নতুন গতি আসবে বলে মনে করা হচ্ছে।

বাঁশদ্রোণী থানার অতিরিক্ত ওসি বিপুল বিশ্বাসকে বদলি করে ট্যাংরা থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ট্যাংরা এলাকায় মাদক ব্যবসা, অবৈধ ট্রেডিং এবং বস্তি অঞ্চলে নজরদারি সব মিলিয়ে জটিল চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে থাকা এই থানায় অভিজ্ঞ আধিকারিকের প্রয়োজন ছিল দীর্ঘদিন।

মুচিপাড়া থানার অতিরিক্ত ওসি আশিস বসুকে উত্তর বন্দর থানার নতুন ওসি করা হয়েছে। বন্দর এলাকায় দুষ্কৃতী দমন, চোরাচালান রুখতে বিশেষ নজরদারি এবং ব্যবসায়িক অঞ্চলের নিরাপত্তা জোরদার করাই হবে তাঁর প্রধান দায়িত্ব।

Advertisements

তালতলা থানার অতিরিক্ত ওসি প্রশান্তকুমার দাসকে পাঠানো হয়েছে পর্ণশ্রী থানায় অতিরিক্ত ওসি হিসেবে। অন্যদিকে ট্যাংরা থানার অতিরিক্ত ওসি রাজীব সরকার দায়িত্ব নেবেন মুচিপাড়া থানার অতিরিক্ত ওসি পদে।

বাঁশদ্রোণী থানার নতুন অতিরিক্ত ওসি হলেন দীপক মণ্ডল। ট্রাফিক বিভাগে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা থাকার ফলে এলাকার যানবাহন নিয়ন্ত্রণ ও টহল ব্যবস্থায় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া ট্যাংরা থানার অতিরিক্ত ওসি হিসেবে দায়িত্ব পাচ্ছেন প্রশান্তকুমার ঘোষ। সাগর মুখোপাধ্যায় যোগ দেবেন টালিগঞ্জ থানার অতিরিক্ত ওসি পদে। উল্টোডাঙা থানার নতুন অতিরিক্ত ওসি হিসেবে দায়িত্ব নেবেন মৃন্ময় মজুমদার। সিঁথি থানার নতুন অতিরিক্ত ওসি সুবীর সাহা।

পর্ণশ্রী থানার অতিরিক্ত ওসি প্রসেনজিৎ ধরকে বদলি করে পাঠানো হয়েছে মানিকতলা থানায়। পাশাপাশি পার্থপ্রতিম চক্রবর্তী দায়িত্ব নেবেন প্রগতি ময়দান থানার অতিরিক্ত ওসি পদে।

রাজনৈতিক চাপ, অপরাধ বৃদ্ধি বা বিশেষ প্রশাসনিক পরিস্থিতি এই ব্যাপক রদবদলের পিছনে কোনও নির্দিষ্ট কারণ নেই বলে পুলিশ সূত্রে দাবি। বরং নিয়মিত পর্যবেক্ষণের ভিত্তিতে কোন থানায় কোন অফিসার সবচেয়ে বেশি কার্যকর হবেন, তার ওপরই নির্ভর করে এই বদলি। পুলিশের মতে, এই সিদ্ধান্তের ফলে কলকাতার থানাগুলোর প্রশাসন আরও গতিময়, কার্যকর এবং সমন্বিত হবে।