মাতৃভূমির ধাঁচে শহরে এবার মহিলা স্পেশাল বাস, থাকবে মহিলা কন্ডাক্টর! অনুপ্রেরণায় সেই ‘দিদি’

ladies special bus

তিনি রেলমন্ত্রী থাকাকালীন চালু করেছিলেন মাতৃভূমি লোকাল! সেই নিত্য লোকাল এখন হুড়মুড়িয়ে চলছে। শুধু তাই নয় মহিলাদের শহরতলি থেকে নিরাপদে আসা-যাওয়ার জন্য ভরসা এই মাতৃভূমি লোকাল। এবার সেই মাতৃভূমির ধাঁচে কলকাতার বুকে চালু হচ্ছে লেডিজ স্পেশাল বাস। জানা গিয়েছে শহরের বুকে এই বাস পরিষেবা চালুর পিছনে হাত রয়েছে সেই দিদিরই।

Advertisements

বন্ধ স্কুল, জমি বেঁচে টাকার যোগান? মমতার প্রস্তাবে জোর জল্পনা!

রাজ্য পরিবহণ দপ্তরের তরফে জানা গিয়েছে,মঙ্গলবার হাওড়া থেকে এই পরিষেবার উদ্বোধন করবেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। উপস্থিত থাকার কথা পরিবহণ রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল এবং পরিবহণ নিগমের চেয়ারম্যান মদন মিত্রের। রোজ সকালে হাওড়া থেকে বাস ছেড়ে যাবে বালিগঞ্জ। লোকাল ট্রেনে চড়ে রোজ শহরে আসা হাজার হাজার মহিলার দ্রুত অফিস, স্কুল-কলেজে পৌঁছনোর কথা ভেবেই এই মহিলা স্পেশাল বাস চালু করতে চলেছে পরিবহণ দপ্তর।

সপ্তাহের প্রথম দিনই ভোগান্তি শিয়ালদহ মেন শাখায়! জেনে নিন ভোগান্তির কারণ

Advertisements

তবে এর আগেও শহরে চালু হয়েছিল বিশেষ মহিলা স্পেশাল বাস। কিন্তু কিছুদিন চলার পরেই সেই বাস পরিষেবা হঠাৎ বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে নটা এবং দশটায় দুটো বাস ছাড়বে হাওড়া থেকে। বাসে থাকবেন মহিলা কন্ডাক্টর। ওই সময় হাওড়ায় লেডিজ স্পেশাল ট্রেন ঢোকে। ফলে সেখান থেকে মহিলা যাত্রীরা নেমে বাসে উঠতে পারবেন। পরিবহণ দপ্তর সূত্রে খবর, আপাতত দুটি বাস হাওড়া থেকে বালিগঞ্জ গেলেও তার সংখ্যা ভবিষ্যতে বাড়বে। সে ক্ষেত্রে শিয়ালদহ স্টেশন থেকেও তা চালু করা হতে পারে। আপাতত নন এসি বাস চালু হলেও ভবিষ্যতে চাহিদা বাড়লে এসি বাসও নামবে বলে জানিয়েছেন নিগমের এক কর্তা।

না জানলে ঘোর বিপদ, আজ থেকেই পাল্টাচ্ছে শেষ মেট্রোর সময়

তবে এই বিষয়ে পুরুষ যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এক যাত্রীর কথায়, ” আমরা কি বানের জলে ভেসে এসেছি?” অন্য এক পুরুষ যাত্রী জানিয়েছেন যে, ” সমাজমাধ্যমেই শুধু সমান অধিকারের কথা, বাস্তবে তাঁর কোনও প্রয়োগ নেই।” আপাতত সব অভিযোগ ভুলে,খুশির হাওয়া মহিলা যাত্রীদের মধ্যে।