Tuesday, October 14, 2025
HomeWest BengalKolkata City'স্কোরবোর্ড রাজনীতি' চিকিৎসকদের অনশন নিয়ে ফেসবুক পোস্ট কুনালের

‘স্কোরবোর্ড রাজনীতি’ চিকিৎসকদের অনশন নিয়ে ফেসবুক পোস্ট কুনালের

আরজিকর (R G Kar) কাণ্ডে লাগাতার প্রতিবাদ জারি রেখেছে জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors)। সেই প্রতিবাদের আঁচ গিয়ে পড়েছে শহরের প্রানকেন্দ্রে। ধর্মতলায় ওয়াই চ্যানেলে অনশনে বসেছেন ৬ চিকিৎসক। ডাঃ পুলস্থ্য আচার্য, ডাঃ স্নিগ্ধা হাজরা, ডাঃ অর্ণব মুখোপাধ্যায়, ডাঃ সায়ন্তনী ঘোষ হাজরা, ডাঃ অনুষ্টুপ মুখার্জী, ও ডাঃ তনয়া পাঁজা এই ৬ জন চিকিৎসক অনশনে বসেছেন। অনশনকারিদের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য দেওয়া হচ্ছে একটি সাদা বোর্ডে। যা নিয়ে সরব রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেতা কুনাল ঘোষ (Kunal Ghosh )।

Advertisements

কুনাল ঘোষ আন্দোলনকারীদের সেই স্বাস্থ্য সম্পর্কিত তথ্য তুলে ধরেন সামাজিক সোশ্যাল মাধ্যমে, এবং লেখেন ‘ যাঁরা স্কোরবোর্ড রাজনীতি করছেন, তাঁদের নথিভুক্ত রাখুক প্রশাসন। ডাক্তার হয়ে অনশনের প্ররোচনা, অসুস্থ হতে দেখলেও চিকিৎসা না করা, আরও অসুস্থ করিয়ে ইস্যু তৈরি করা, আইনত অপরাধ। এরপর স্যালাইন, এলিয়ে পড়া, এসব দৃশ্য আসবে। অথচ পাশে ডাক্তাররা। এসবে প্রশাসন নজর রাখুক। তবে হস্তক্ষেপ নয়। অসুস্থতা কাম্য নয়। ডাক্তারদের এই রাজনীতিও পরিত্যাজ্য’।

Advertisements

কুনালের এই মন্তব্যকে সমর্থন জানিয়েছে অনেক নেটিজেনরা তবে সমালোচনায় সরব হয়েছেন অনেকে। কেউ কেউ ২০০৬ সালে তৎকালীন বিরোধী মুখ মমতা ব্যানার্জির অনশনের প্রসঙ্গও টেনে এনেছেন।একসঙ্গে কর্ম বিরতি নিয়ে ফের একবার জুনিয়র ডাক্তারদের কাঠগড়ায় তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ‘হাজিরা খাতায় সই করছেন আবার স্টাইপেন্ড নিচ্ছেন’ কটাক্ষের সুর কল্যাণের গলায়।

Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
RELATED ARTICLES

Most Popular

Recent Comments