HomeWest BengalKolkata Cityজুনিয়র চিকিৎসকদের অনশন তোলার আর্জি জানিয়ে বিরোধীদের নিশানা কুণালের

জুনিয়র চিকিৎসকদের অনশন তোলার আর্জি জানিয়ে বিরোধীদের নিশানা কুণালের

- Advertisement -

ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশনের আজ ১৫ দিন। গত ৫ অক্টোবর থেকে সেখানে অনশন শুরু করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। মূলত, নিরাপত্তাসহ নিজেদের ১০ দফা দাবি নিয়ে সেখানে অনশনে বসেছেন তাঁরা। বর্তমানে তাঁদের একটাই দাবি, যতক্ষণ না রাজ্য সরকার তাঁদের এই দশ দফা দাবি মেনে নিচ্ছেন ততদিন সেখানে বসে আমরণ অনশন চালিয়ে যাবেন জুনিয়র চিকিৎসকরা।

এবার সেই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের অনশন তুলে নেওয়ার আর্জি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। শনিবার সকালে ফেসবুকে ডাক্তারদের অনশন তুলে নেওয়ার জন্য একটি পোস্ট করে তিনি লিখেছেন, “জুনিয়র ডাক্তাররা অনশন তুলে নিন। তাঁদের সুস্থতা কামনা করি। এখন অনশনের কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। শরীরে চাপ নেবেন না। প্রকৃত শুভানুধ্যায়ীদের পরামর্শ মানুন।”

   

এরপরেই বিরোধীদের নিশানা করে তিনি লিখেছেন, “শকুনের রাজনীতির প্ররোচনায় আবেগকে বিভ্রান্ত হতে দেবেন না। বাম, অতি বামদের ধ্বংসাত্মক ও নেতিবাচক মানসিকতা দূরে রাখুন। আর স্বাস্থ্যক্ষেত্রে ধর্মঘটের মত জনবিরোধী ভাবনা ভাববেন না। সংবিধান অনুযায়ী চিকিৎসা পাওয়া মানুষের মৌলিক অধিকার। আন্দোলনকে জনগণের শত্রুর পর্যায়ে নিয়ে যাওয়ার আগে বারবার ভাবুন।”

তবে এখানেই শেষ নয়। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের প্রশংসা করে বামেদের দিকে কটাক্ষের তীর ছুঁড়ে কুণাল লিখেছেন, “এই সরকার জ্যোতি বসুর সরকারের মত ডাক্তারদের আন্দোলন পুলিশ দিয়ে পিটিয়ে তোলেনি। বরং মুখ্যমন্ত্রী আপনাদের মঞ্চে গিয়েছেন, বাড়িতে ডেকেছেন, বারবার বৈঠক হয়েছে, কাজ চলছে, সিবিআই-সুপ্রিম কোর্ট দেখছে। আপনারা থ্রেট কালচারের অংশ হয়ে উঠে কাজ বন্ধের হুমকি দিয়ে রাজনীতি করবেন না।”

প্রসঙ্গত, এদিকে দীর্ঘদিন ধরে আমরণ অনশন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। এর মধ্যে অনেক জুনিয়র চিকিৎসক অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এমন পরিস্থিতিতে শুক্রবার সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন জুনিয়ররা। সেই বৈঠকের পর মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে চিকিৎসকরা জানিয়েছেন, সোমবারের মধ্যে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের এই দশ দফা দাবি মেনে না নেন, তাহলে মঙ্গলবার স্বাস্থ্য ক্ষেত্রে সর্বাত্মক ধর্মঘটে যেতে বাধ্য হবেন তাঁরা। এরপরেই আজ অর্থাৎ শনিবার জুনিয়র চিকিৎসকদের অনশন তোলার জন্য ফেসবুকে পোস্ট করেন কুণাল ঘোষ।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular