HomeWest BengalKolkata CityKunal Ghosh:পদ ছেড়ে পথে থাকার দাবি করলেন 'সর্বহারা' কুণাল

Kunal Ghosh:পদ ছেড়ে পথে থাকার দাবি করলেন ‘সর্বহারা’ কুণাল

- Advertisement -

ভোটের মুখে তিনি যেন সর্বহারা! গতকাল গিয়েছিল পদ, আজ খোয়ালেন তৃণমূলের তারকা প্রচারের তকমাও! চোখে জল, মুখে হাসি নিয়ে কুণাল ঘোষ বললেন, ”পদে নয়, পথে আছি।” যদিও পাশে থাকা তৃণমূল কর্মীরা জিন্দাবাদ স্লোগান দিলেও তাঁকে কি আর পুরোনো ছন্দে দেখা যাবে। সত্যজিৎ রায়ের জন্মদিনের দিন তিনি ‘ হীরক রাজার দেশে’ দেখার কথা বললেও যত দিন এগোতে থাকে, তাঁর কপালে দুর্ভোগ বাড়তে শুরু করে। প্রশ্ন উঠেছে, তিনি কি এইবার দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করবেন ? তিনি কি আদেও দলে থাকেবন? তিনি আবার বিজেপি মুখো হবেন না তো? দানা বাঁধছে একাধিক রহস্য।

বৃহস্পতিবার কুণাল ঘোষ বলেন, ‘পদ নয় পথে আছি।’ কর্মীদের সঙ্গে তিনি আছেন বলেও জানিয়ে দেন কুণাল। কর্মীদের পাশে পেয়ে আবেগ তাড়িত হয়ে কেঁদে ফেলতে দেখা যায় কুণাল ঘোষকে। অন্যদিকে কুণালকে ঘিরে ‘জিন্দাবাদ’ স্লোগানও দিতে দেখা যায় কর্মীদেরও। একটু থেমে তিনি আরও বলেন, ” একদিন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তা অনুধাবন করবেন, এই আশা রেখে দলটা চালিয়ে যাব।’ এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ঠোঁট কেঁপে ওঠে কুণালের। চোখে জলও দেখা যায়। সেই জল অবশ্য রুমাল দিয়ে মুছে নেন কুণাল।

   

তাহলে আগের দিন কি তাপস রায়ের প্রশংসা করায় কি তাঁর কাল হলো ? একটা ছোট্ট ভুলের কি তাঁকে মাশুল দিতে হচ্ছে ? যদিও সূত্র মারফৎ জানা গিয়েছে, তৃণমূলের একটা বিরাট অংশ, যারা মূলত প্রথম সারির দলীয় কর্মী তারাই কুণাল ঘোষকে পদ থেকে সরাতে উদ্দ্যত হয়েছে। তাহলে কি গোষ্ঠীকোন্দল? প্রশ্ন উঠে আসছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular